যৌতুকের টাকা না পাওয়ায় স্ত্রীর মাথা ফাটাল স্বামী

1

সাতকানিয়া প্রতিনিধি

সাতকানিয়া উপজেলায় যৌতুক না দেয়ায় স্বামী নিতাই মল্লিকের (৩৮) মারধরে মাথা ফাটল স্ত্রী মিতা মল্লিকের। গত ২১ নভেম্বর সাতকানিয়া উপজেলার কেওচিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী স্ত্রী মিতা মল্লিক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৫ বছর আগে চন্দনাইশ উপজেলার বরমা ইউনিয়নের মিতা মল্লিকের সাথে সাতকানিয়া কেওচিয়া ইউনিয়নের নিতাই মল্লিকের বিয়ে হয়। তাদের দুইটা কন্যা সন্তান রয়েছে। অভিযুক্ত স্বামী নিতাই মল্লিক প্রায় সময় স্ত্রীর বাবার বাড়ি থেকে টাকা পয়সা নিয়ে আসার জন্য মারধর করে। ঘটনার দিন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্ত্রী মিতা মল্লিককে শরীরের বিভিন্ন স্থানে কিল,ঘুষি,লাথি মেরে জখম করে । পরে মাথার উপর তুলে আছাড় মারলে ঘরের মেঝেতে পড়ে মাথা ফেটে যায়। এসময় স্ত্রী মিতা মল্লিকের মাথা বাথরুমের পানির বালতিতে চুপিয়ে রেখে শ্বাস রোধে তাকে হত্যার চেষ্টা চালায়। সেখান থেকে কোনোমতে ছাড়া পেয়ে সে পাশ^বর্তী এক আত্মীয়ের বাসায় গিয়ে আশ্রয় নেয়। পরে তার স্বজনরা গিয়ে তাকে উদ্বার করে প্রথমে সাতকানিয়া উপজেলা হাসপাতালে চিকিৎসা দিয়ে পরে বাবার বাড়িতে নিয়ে আসে। বর্তমানে অভিযুক্ত স্বামী নিতাই মল্লিক তাকে হুমকি ধমকি দিচ্ছেন বলে অভিযোগে উল্লেখ করেছেন।
অভিযুক্ত নিতাই মল্লিক বলেন, সামান্য কথা কাটাকাটির মধ্যে দুইটা থাপ্পড় দিয়েছি। তার জের ধরে আমার স্ত্রী দৌড়ে যাওয়ার সময় দরজার সাথে ধাক্কা লেগে মাথা ফেটে যায়। আমি যৌতুক চাইনি বরং আমার কাছ থেকে স্ত্রীর বড় ভাই ব্যবসার কথা বলে টাকা নিয়ে আর দিচ্ছে না। সাতকানিয়া থানার এ এস আই নুরুদ্দিন বলেন, অভিযোগ তদন্ত করে প্রয়োজনী ব্যবস্থা নেওয়া হবে।