ফটিকছড়ি প্রতিনিধি
ফটিকছড়ি উত্তর উপজেলা যৌক্তিক স্থানে বাস্তবায়ন করার দাবিতে উত্তর ফটিকছড়ি সম্মিলিত নাগরিক পরিষদের উদ্যোগে উপজেলার দাঁতমারা বাজারে শুক্রবার বিকেলে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে। মোজাম্মেল হায়দার বাবুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- নুর মোহাম্মদ, ক্বারী আবু সাঈদ, একরামুল হক, জিয়াউল হক, সাজ্জাদুল কবির, হানজালা, মাও. আব্দুস সামাদ, মো. ওমর ফারুক, শফি, প্রফেসর সেলিম, বেলাল সওদাগর, মো. আলমগীর, মো. মহিউদ্দিন, ছাত্রনেতা সাইমুন, মো. লোকমান প্রমুখ। মানববন্ধনে কয়েক শতাধিক মানুষ অংশগ্রহণ করে।
বক্তারা বলেন, ফটিকছড়িকে ভেঙে আরেকটি উপজেলা করার সিদ্ধান্ত নেয়ায় আমরা সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু এ উপজেলা কোথায় স্থাপন হবে তা নিয়ে গুটিকয়েক লোক নীলনকশা আঁকছে। ২০০৭ সালে ভ‚জপুর থানাকে তারা যেভাবে ভাগিয়ে নিয়েছে এখনো তারা একই কায়দায় হাঁটছে। আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই উত্তর ফটিকছড়ি সব সময় ষড়যন্ত্রের শিকার, এবারও যদি তাই হয় তাহলে আমরা উত্তর ফটিকছড়ি দিয়ে খাগড়াছড়ি, ঢাকা এবং চট্টগ্রামের যাতায়াত বন্ধ করে দিব।










