‘যে বিদ্যা মানবকল্যাণে লাগে তাই প্রকৃত জ্ঞান’

6

প্রিমিয়ার ইউনিভার্সিটির জিইসি মোড়স্থ ক্যাম্পাসে পাবলিক হেলথ ডিপার্টমেন্টের তৃতীয় ব্যাচের সেমিস্টার এন্ডিং সিরমনি গত ২৪ মে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাবলিক হেলথ ডিপার্টমেন্টের চেয়ারম্যান ড. মোহাম্মদ জাহেদুল ইসলাম। তিনি বিদায়ী ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। তিনি বলেন, জনস্বাস্থ্য বিভাগের অধীনে মাস্টার অব পাবলিক হেলথ (এমপিএইচ) হলো এমন একটি জনস্বাস্থ্য বিষয়ক ডিগ্রি, যেখানে স্বাস্থ্যশিক্ষা, স্বাস্থ্যপ্রচার, স্বাস্থ্যসেবা, স্বাস্থ্য বিষয়ক আচরণ ও ব্যবহার, স্বাস্থ্যনীতি, স্বাস্থ্য ব্যবস্থাপনা, পুষ্টি, পরিবেশ এবং সম্পৃক্ত বিবিধ বিষয়ে পাঠদান এবং আলোচনা করা হয়, যেখানে ব্যবহারিকের সুবিধা ও বাস্তব উদাহরণ তুলে ধরা হয়। স্বাস্থ্যকর ও মানসম্পন্ন জীবন নিশ্চিত করতে এবং সমাজের ক্রমবর্ধমান স্বাস্থ্যসেবা বিষয়ক বিভিন্ন আগ্রহ বা চাহিদা মেটাতে জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে দক্ষ জনস্বাস্থ্য বিষয়ক পেশাদার জনশক্তি তৈরি করা আবশ্যক। এক্ষেত্রে উল্লেখযোগ্য বিষয় এবং ভূমিকা মাথায় রেখে কোর্সের পাঠ্যক্রম নিয়মিত আপডেট করা, ল্যাবরেটরি সুবিধা স¤প্রসারণ করা, দক্ষ ও প্রতিষ্ঠিত সিনিয়র শিক্ষক ও শিক্ষিকার মাধ্যমে নিয়মিত পাঠদান, জনস্বাস্থ্য বিষয়ক গবেষণা ও গবেষণাপত্র বিভিন্ন দেশি-বিদেশি জার্নালে প্রচার এবং বিভিন্ন মাঠ পর্যায়ের কর্মশালা পরিচালনা ও পরিদর্শন বর্তমানে প্রিমিয়ার বিশ^বিদ্যালয়ের এমপিএইচ প্রোগ্রামের নিয়মিত কার্যক্রম। চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের স্ট্যাটিসটিক বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ও এমপিএইচ প্রোগ্রামের অতিথি শিক্ষক মো. মনিরুজ্জামান ভূঁইয়া বলেন, যে-বিদ্যা মানবকল্যাণে লাগবে, তাই প্রকৃত জ্ঞান। সেই প্রকৃত জ্ঞানকে সঠিকভাবে কাজে লাগাবার জন্য সেই রকম খাঁটি মনন ও সাধনার প্রয়োজন। অন্যথায় জ্ঞানের সংজ্ঞাই পাল্টে যাবে।
চট্টগ্রাম মেডিকেল কলেজের অ্যাসিসটেন্ট ডিরেক্টর ও এমপিএইচ প্রোগ্রামের অতিথি শিক্ষক ডা. রাজীব পালিত রবি ঠাকুরের ভাষায় বলেন, যেতে নাহি দিব হায়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। আপনাদের এই সেমিস্টার এন্ডিং প্রোগ্রামের মাধ্যমে সম্পর্কের পরিসমাপ্তি ঘটেনি, বরং সম্পর্কের নতুন বীজ বপিত হয়েছে। আপনারা আপনাদের স্ব স্ব দায়িত্বে নিয়োজিত থেকে প্রতিষ্ঠান থেকে আপনাদের লব্ধ জ্ঞানের সঠিক প্রয়োগ ঘটাবেন এবং এ্যালামনাই এসোসিয়েমনের মাধ্যমে ডিপার্টমেন্টের সাথে সেতুবন্ধন স্থাপন করবেন। তৃতীয় ব্যাচের ছাত্রী প্রিয়াঙ্কা শুকুলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিদায়ী ব্যাচের পক্ষ থেকে সকল শিক্ষককে পুষ্পস্তবক প্রদান এবং ডিপার্টমেন্টের চেয়ারম্যান ড. মোহাম্মদ জাহেদুল ইসলামকে পিএইচডি ডিগ্রি অর্জন উপলক্ষে বিশেষ সম্মাননা স্বারক প্রদান করা হয়। অবশেষে তৃতীয় সেমিস্টারের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে স্মৃতিচারণমূলক বক্তব্য ও সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানটির পরিসমাপ্তি ঘটে। বিজ্ঞপ্তি