নিজস্ব প্রতিবেদক
সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা উৎসব উপলক্ষে নগরীর কয়েকটি সড়কে আজ (শুক্রবার) সাময়িকভাবে যানবাহন চলাচল বন্ধ থাকবে। গতকাল বৃহস্পতিবার নগর পুলিশের এক বিজ্ঞপ্তিতে রথযাত্রার তিনটি প্রধান রুট উল্লেখ করে সংলগ্ন বিভিন্ন সড়কে শুক্রবার দুপুর ২টা থেকে যানবাহন চলাচল নিয়ন্ত্রণের বিষয়টি উল্লেখ করা হয়েছে।
নগরীতে প্রতি বছরের মতো এবারও তিনটি আলাদা স্থান থেকে রথযাত্রা বের হবে। নগরীর নন্দনকাননে তুলসীধাম ও শ্রী শ্রী রাধামাধব মন্দির (ইসকন মন্দির) এবং প্রবর্তক মোড়ে ইসকনের আরেক মন্দির থেকে রথযাত্রা বের হবে।
নগর পুলিশের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নন্দনকানন তুলসীধামের রথযাত্রাটি রাইফেল ক্লাব, নিউমার্কেট, কোতোয়ালী মোড়, লালদিঘী পাড়, নবগ্রহবাড়ি, বক্সীর বিট, আন্দরকিল্লা, চেরাগী পাহাড় মোড়, প্রেস ক্লাব, কাজীর দেউরি, লাভলেইন মোড়, নন্দনকানন বৌদ্ধ মন্দির হয়ে পুনরায় তুলসীধাম গিয়ে শেষ হবে।
নন্দনকানন শ্রী শ্রী রাধামাধব মন্দিরের (ইসকন মন্দির) রথযাত্রাটি ডিসি হিল থেকে শুরু হয়ে চেরাগী পাহাড়, আন্দরকিল্লা, লালদীঘির পাড়, কোতোয়ালী মোড়, নিউমার্কেট, আমতল, বোস ব্রাদার্স মোড় হয়ে নন্দনকানন দুই নম্বর গলির মুখে গিয়ে শেষ হবে।
প্রবর্তক ইসকন মন্দিরের রথযাত্রাটি সেখান থেকে শুরু হয়ে মিমি সুপার মার্কেট, প্রবর্তক মোড়, গোলপাহাড় মোড়, মেহেদীবাগ, চট্টেশ্বরী মোড়, কাজীর দেউরি মোড়, জামালখান মোড় (খাস্তগীর স্কুল), চেরাগী পাহাড়, আন্দরকিল্লা, বক্সীর বিট, লালদিঘীর পাড়, কোতোয়ালী মোড় থেকে ইউটার্ন করে লালদিঘীর পেট্রোল পাম্প, সিনেমা প্যালেস হয়ে কেসিদে রোডে গিয়ে শেষ হবে।
রথযাত্রায় বিপুল জনসমাগমের বিষয়টি বিবেচনায় নিয়ে শুক্রবার দুপুর ২টা থেকে নগরীর বাদশা মিয়া সড়কের মুখ, ওয়াসা মোড়, স্টেডিয়াম গোল চত্বর-রেডিসন ব্লু, নেভাল মোড়, লাভলেইন নুর আহম্মদ সড়কের মাথা, এনায়েত বাজার মোড়, তিনপোলের মাথা, নিউমার্কেট, জিপিও মোড়, কোতোয়ালী মোড়, লালদীঘির উত্তর পাড়, সিনেমা প্যালেস, আন্দরকিল্লা মোড়, গুডস হিল মুখ, গণি বেকারী, সার্সন রোডের মুখে রোড বøক স্থাপনের মাধ্যমে ডাইভারশন প্রদান করা হবে।
এ সময় এ সড়কগুলোতে সব ধরনের যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে। এজন্য যানবাহনের চালক ও যাত্রীসাধারণকে এ সড়কগুলো এড়িয়ে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ করেছে চট্টগ্রাম নগর পুলিশ।