বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী পাঁচলাইশ থানার উদ্যোগে বৃহস্পতিবার পানিবন্দী অসহায় মানুষদের শুকনো খাবার বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও চট্টগ্রাম মহানগরী আমীর সাবেক এমপি শাহজাহান চৌধুরী। তিনি বলেন, জামায়াত সবসময় মানুষের দুর্যোগে পাশে ছিল, এখনো আছে, আগামীতেও থাকবে ইনশাআল্লাহ। দুর্যোগে মানুষকে সাহায্য করা ইবাদাত।
বিতরণ অনুষ্ঠানে থানা আমীর মাহাবুবুল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরী সভাপতি এস এম লুৎফুর রহমান, উপস্থিত ছিলেন মাওলানা আব্দুর রহিম, সোহেল রানা ও শহিদুল্লাহ তালুকদার। বিজ্ঞপ্তি