যুব রেড ক্রিসেন্ট সরকারী সিটি কলেজ ইউনিটের উদ্যোগে গত ২৫ অক্টোবর যুব রেড ক্রিসেন্ট সরকারী সিটি কলেজ ইউনিট কর্তৃক পরিচালিত সুবিধা বঞ্চিত শিশুদের স্কুল ‘ইচ্ছা’ এর শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। অত্র ইউনিটের দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক হোসাইনুল আবেদীন এর সভাপতিত্বে এ কার্যক্রম পরিচালনা করেন ইউনিটের রক্ত বিভাগীয় প্রধান মোহাম্মদ সায়ীদ সিদ্দিক মানিক। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি সিটি কলেজ চট্টগ্রামের অর্থনীতি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ও চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক আবদুল আলীম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক জনাব সৌরভ কুমার বড়ূয়া। আরো উপস্থিত ছিলেন শারমিন, মাহবুবা, এস্তেফা, মিজবাহ, মুন্নী আক্তার, খোদিজা আক্তার প্রমুখ। এতে ১৫ জন সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি