যুব রেড ক্রিসেন্ট লোহাগাড়া উপজেলা টিমের উদ্যোগে গত ২৭ জুন বড়হাতিয়ায় শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসবে প্রাথমিক চিকিৎসা কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপজেলার সেনেরহাট শ্রীশ্রী মহানাম বন্ধু মঠ ও মিশনে অনুষ্ঠিত রথযাত্রা উৎসবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলা ইউনিটের আওতাধীন লোহাগাড়া উপজেলা টিম এই চিকিৎসা প্রদান করেন। কর্মসূচি উদ্বোধন করেন শ্রীমৎ মৃগাঙ্ক শেখর ব্রহ্মচারী।
এসময় উপস্থিত ছিলেন লোহাগাড়া যুব রেড ক্রিসেন্ট সদস্য স্বরূপম দেবনাথ, মোহাম্মদ ইসমাইল, আবতাহি বখতেয়ার, আসরার হোসাইন ছমিম, উম্মে ছাইবা ও সাবরিনা। বিজ্ঞপ্তি