গত বৃহস্পতিবার নগরীর একটি হোটেলে চট্টগ্রাম যুব ট্রেড ইউনিয়ন নেটওয়ার্কের উদ্যোগে ও বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ বিলসের সহযোগিতায় চট্টগ্রাম যুব কনভেনশন অনুষ্ঠিত হয়েছে। এতে চট্টগ্রামের ৮টি শ্রমিক ফেডারেশনের যুব ট্রেড ইউনিয়ন সংগঠক অংশগ্রহণ করেন। কনভেনশনের উদ্বোধন করেন শ্রমিক দল চট্টগ্রাম বিভাগের সভাপতি এবং বিলস সেন্টার কোঅর্ডিনেশন কমিটির চেয়ারম্যান এ এম নাজিম উদ্দিন। তিনি বলেন, যুবরাই যেকোন প্রতিষ্ঠানের প্রাণশক্তি। ট্রেড ইউনিয়ন আন্দোলনে গতি আনতে যুব নেতৃত্বকে প্রাধান্য দিতে হবে। প্রথম সেশনে যুব ট্রেড ইউনিয়ন নেটওয়ার্কের বিগত কার্যক্রমের সফলতা নিয়ে আলোচনা হয়।
দ্বিতীয় সেশনে যুব নেটওয়ার্কের ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়ন করা হয়। এছাড়া বিজিএমইএ ফ্যাশন এন্ড টেকনোলোজি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাজমুল হুদা একটি প্রবন্ধ উপস্থাপনা করেন। এতে টেকসই ট্রেড ইউনিয়ন আন্দোলন এবং নেতৃত্বের ভূমিকা নিয়ে আলোচনা করেন। এতে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক মুহাম্মদ শাহিন চৌধুরী। তিনি বলেন, বাংলাদেশের কর্মক্ষম জনগোষ্ঠীর একটি বড় অংশ ১৮-৩৫ বছরের তরুণ ও যুব সম্প্রদায়।
এতে অংশগ্রহণ করেন শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শ ম জামাল উদ্দিন, টিইউসি জেলা কমিটির যুগ্ম সম্পাদক ইফতেখার কামাল খান, লেবার ফেডারেশন মহানগর কমিটির সাধারণ সম্পাদক আবু আহমদ মিয়া। সবগুলো অধিবেশন সঞ্চালনা করেন বিলস কর্মকর্তা ফজলুল কবির মিন্টু। বিজ্ঞপ্তি