যুব কাবাডি কর্ণফুলী জোন সেরা চট্টগ্রাম ও রাঙ্গামাটি জেলা

1

তারুণ্যের উৎসব ২০২৫ উদ্যাপন উপলক্ষে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই শ্লোগানকে সামনে রেখে চট্টগ্রাম জেলা পুলিশ ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবং বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ব্যবস্থাপনায় আয়োজিত যুব কাবাডি (অ-১৮) বালক ও বালিকা প্রতিযোগিতা ২০২৫ (কর্ণফুলী জোন) এর বালক ফাইনালে চট্টগ্রাম জেলা দল ৪৬-৩১ পয়েন্টে রাঙ্গামাটি জেলা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। বালিকা বিভাগের ফাইনালে রাঙ্গামাটি জেলা দল ৩৫-১৫ পয়েন্টে খাগড়াছড়ি জেলা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। চট্টগ্রামের জেলা ক্রীড়া অফিসার ও সিজেকেএস এ্যাডহক কমিটির সদস্য সচিব আবদুল বারী’র সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে পুরস্কার বিতরণ করেন চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক বিভাগ) মোঃ সিরাজুল ইসলাম।