বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সংসদীয় দলের সাবেক হুইপ, চট্টগ্রাম মহানগরী আমীর, সাবেক এমপি আলহাজ শাহজাহান চৌধুরী বলেছেন, যুবসমাজ যেকোনো দেশের মূল্যবান সম্পদ। জাতীয় উন্নয়ন ও অগ্রগতি যুব সমাজের সক্রিয় অংশগ্রহণের ওপর অনেকাংশেই নির্ভরশীল। যুবসমাজের মেধা, সৃজনশীলতা, সাহস ও প্রতিভাকে কেন্দ্র করেই জাতির ভবিষ্যৎ নির্ধারণ হয়। ফলে যেকোনো পরিস্থিতিতে সাহসিকতা, হিকমত ও বুদ্ধিমত্তার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। ১৮ নম্বর পূর্ব বাকলিয়ায় জামায়াতের যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শফিউল আলম টিপুর সঞ্চালনায় ও ১৯ নম্বর বাকলিয়া ওয়ার্ড জামায়াতের আমীর ওয়াহিদ মুরশেদ সভাপতিত্বে যুব সমাবেশে বক্তব্য রাখেন, বাকিলয়া থানা নায়েবে আমীর আবুল মনসুর, বাকলিয়া থানা সেক্রেটারি সুলতান আহমদ, ১৮ নম্বর ওয়ার্ড আমীর নুর আহমদ, ১৮ নম্বর ওয়ার্ড সেক্রেটারি নাছির সওদাগর, বাকলিয়া থানা শ্রমিক কল্যাণ ফেডারেশন সহ সভাপতি আজিজুল হক, জামায়াত নেতা আলী আকবর প্রমুখ। নগর জামায়াতের আমীর শাহজাহান চৌধুরী বলেন, যুব সমাজের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ক্ষুধা ও দারিদ্রমুক্ত সুখী, সমৃদ্ধ, ইনসাফপূর্ণ ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠন করা সম্ভব। আজকের যুব সমাজই জাতির আগামী দিনের ভবিষ্যৎ। যুগে যুগে যুবকরাই ইতিহাস সৃষ্টিতে অগ্রণী ভূমিকা পালন করেছেন। তাদের প্রচেষ্টায় স্রোতের গতিধারাও পরিবর্তন হয়ে যায়। দেশ ও জাতি এক গভীর ক্রান্তিকাল অতিক্রম করছে। এ অবস্থায় দেশ ও জাতির সত্যিকার মুক্তির জন্য যুবকদের ঐক্যবদ্ধ প্রয়াস চালাতে হবে। অন্যথায় আমাদের মুক্তি মিলবে না। বিজ্ঞপ্তি