যুবলীগ নেতার হামলায় আহত বিএনপি নেতা

1

পেকুয়া প্রতিনিধি

কক্সবাজারের পেকুয়ায় যুবলীগ নেতা আনছারুল ইসলাম টিপুর নেতৃত্বে হামলায় নেজাম উদ্দিন নামে এক বিএনপি নেতা আহত হওয়ার অভিযোগ উঠেছে। গত শুক্রবার সন্ধ্যা ৬টায় উপজেলার রাজাখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের আমিন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহত নেজাম উদ্দিন (৪৮) রাজাখালী ইউনিয়নের হাজি ছাবের আহমদের ছেলে এবং ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও রাজাখালী সংরক্ষিত ৪, ৫, ৬নং ওয়ার্ডের নারী ইউপি সদস্য ছাদেকা বেগমের স্বামী। আহত নেজাম উদ্দিন জানান, তিনি ওয়ার্ডের নেতাকর্মীদের সাথে দলীয় কাজে দেখা করতে নিজ বাড়ি থেকে আমিন বাজার যাওয়ার পথে রাজাখালী ইউনিয়ন যুবলীগ নেতা আনছারুল ইসলাম টিপুর নেতৃত্বে কফিল, রিয়াজ, আল আমিন সহ ১০/১২ জনের সংঘবদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা তার উপর অতর্কিত হামলা চালিয়ে তাকে আহত করে। এসময় তারা নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
হামলার বিষয়টি নিশ্চিত করে পেকুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসাইন যুবলীগ নেতা টিপুর নেতৃত্বে পলাতক স্বৈরাচার সরকারের দোসররা বিএনপি নেতার উপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদ ও নিন্দা জানান, এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে দোষীদের শাস্তির দাবি জানান।
এ বিষয়ে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।