যুবনেতা সাহাবুদ্দিন হিরুর মৃত্যুবার্ষিকী পালন

29

সমাজসেবক ফরিদ মাহমুদ বলেছেন, দুর্দিনের ত্যাগী ও পরীক্ষিত এবং বঙ্গবন্ধুর আদর্শের নেতাকর্মীরাই আমাদের সংগঠনের প্রাণ ও চালিকাশক্তি। ক্ষমতা এবং ব্যক্তি বিশেষের রাজনীতি করতে গিয়ে আমরা তাদেরকে ভুলে যাই। তাদের ত্যাগ-তীতিক্ষার মূল্যায়ন করি না। বেশির ভাগ ক্ষেত্রে তাদেরকে আমরা অবহেলা করি। আমাদের খেয়াল রাখতে হবে, সংগঠনে অনুপ্রবেশকারীদের দাপটে যেন ত্যাগীরা দূরে সরে না যান। নগর যুবলীগ সদস্য মো. সাহাবুদ্দিন হিরুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে সভায় নেতাকর্মীদের উদ্দেশে তিনি এ কথা বলেন।
এর আগে প্রয়াত এ নেতার ৯ম মৃত্যুবার্ষিকীতে গতকাল রামপুরে তার কবরে জেয়ারত, পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি প্রবীণ সাংবাদিক জালাল উদ্দিন আহমেদ চৌধুরী, নগর যুবলীগ সদস্য নেছার আহমেদ, শেখ নাছির আহমেদ, দেলোয়ার হোসেন দেলু, আশরাফুল গনি, প্রকৌশলী মিজানুর রহমান, বেলাল হোসেন, আনিসুর রহমান, মো. আজাদ হোসেন, রাজিবুল ইসলাম, আশরাফুল আলম, আরিফুল ইসলাম, আরিফুর রহমান প্রমুখ। নেতৃবৃন্দ পরে চিকিৎসাধীন নগর যুবলীগ সদস্য সাইফুর রহমান পলাশকে দেখতে যান। এসময় নেতৃবৃন্দ তার ও পরিবারের খোঁজ-খবর নেন। বিজ্ঞপ্তি