কোতোয়ালী থানা যুবদল
যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত সোমবার সকালে কোতোয়ালী থানা যুবদলের উদ্যোগে অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ওষুধ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। কোতোয়ালী থানা যুবদলের সাবেক আহব্বায়ক নুর হোসেন নুরুর সভাপতিত্বে ও নগর যুবদলের সাবেক সদস্য আবদুল্লাহ আল মামুনের সঞ্চালনায় ফ্রি চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন সাবেক ওয়ার্ড কাউন্সিলর এম এ মালেক। এতে প্রধান অতিথি ছিলেন মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি, প্রধান বক্তা ছিলেন মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ, বিশেষ অতিথি ছিলেন মহানগর মহিলা দলের সভানেত্রী ও সাবেক সংরক্ষিত মহিলা ওয়ার্ড কাউন্সিলর মনোয়ারা বেগম মনি, জাসাস কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য দিদারুল ইসলাম দিদার, মহানগর যুবদলের সাবেক সহ সভাপতি ফজলুল হক সুমন, নগর মহিলা দলের সিনিয়র সহ সভানেত্রী সখিনা বেগম, নগর যুবদলের সাবেক প্রচার সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, সাবেক দপ্তর সম্পাদক মুহাম্মাদ সাগির, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. ইফতেখার মোহাম্মদ আদনান, সাবেক সহ সম্পাদক মো. শাহেদুল ইসলাম শাহেদ, মোহাম্মদ হাসান, মো. নেজাম উদ্দীন, ফারুক হোসেন স্বপন, হোসেন উজ জামান, সাবেক সদস্য মোহাম্মদ কলিম উল্লাহ, শমসের আলী, থানা যুবদলের সাবেক সদস্য সচিব শওকত খান রাজু, কোতোয়ালী থানা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবদুল্লাহ হাসান (সোনা মানিক), ইউএসটিসি ছাত্রদলের আহব্বায়ক ডা. গিয়াস উদ্দিন নয়ন, মহানগর জিয়া সাইবার ফোর্সের সিনিয়র সহ সভাপতি বাহাউদ্দিন ফারুক মুন্না প্রমুখ।
খুলশী থানা যুবদল
যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খুলশী থানা যুবদলের উদ্যোগে গত সোমবার খুলশী থানার মাস্টার লেন এলাকায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি ও বিশেষ অতিথি ছিলেন মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ। মহানগর বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ও ড্যাব মহানগর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ডা. শাহনেওয়াজ সিরাজ মামুনের তত্ত্বাবধানে এতে ১০ জন বিশেষজ্ঞ চিকিৎসক ফ্রি চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ করেন। খুলশী থানা যুবদলের সাবেক আহব্বায়ক হেলাল হোসেন হেলালের সভাপতিত্বে এতে মহানগর যুবদলের সাবেক সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন, সাবেক সহ সভাপতি নূর আহমেদ গুড্ডু, ফজলুল হক সুমন, সাবেক যুগ্ম সম্পাদক সেলিম উদ্দিন রাসেল, সাবেক সহ সাধারণ সম্পাদক শাহজালাল পলাশ, প্রচার সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, দপ্তর সম্পাদক মুহাম্মাদ সাগির, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. ইফতেখার মোহাম্মদ আদনান, মহানগর ছাত্রদলের যুগ্ম আহব্বায়ক আরিফুর রহমান (মাস্টার আরিফ), ডা. মীর কাশেম মজুমদার, ডা. ইফতেখার আমীন রিজভী, ডা. এনামুল তালুকদার নিরব, ডা. ফরহাদ তালেব, ডা. আবু ফয়সাল, ডা. নাঈম, সহ সম্পাদক আবু কালাম, নগর যুবদলের সাবেক সদস্য শাবাব ইয়াজদানী, সাইদুল হক শিকদার, মোহাম্মদ কলিম উল্লাহ, আব্দুল করিম, সাখাওয়াত কবির সুমন প্রমুখ উপস্থিত ছিলেন।
ডবলমুরিং থানা যুবদল
যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল মঙ্গলবার ডবলমুরিং থানা যুবদলের উদ্যোগে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি আগ্রাবাদ এক্সেস রোড থেকে শুরু হয়ে চৌমুহনী প্রদক্ষিণ করে আগ্রাবাদ বাদামতলী মোড়ে এসে শেষ হয়। এতে প্রধান অতিথি ছিলেন ডবলমুরিং থানা বিএনপি নেতা মো. হেলাল উদ্দিন। উপস্থিত ছিলেন যুবদল নেতা শেখ মাহফুজ, আল মাহমুদ, আবু ফরহাদ, ইফতেখারুল আলম, ওবায়দুর রহমান এমন, মাসুদুর রহমান মোহন, সাজ্জাদ চৌধুরী, ইফাজ খান, তানভীর উদ্দিন, মেহেদী হাসান রুবেল, তাজমিল হোসেন জয়, এস এম ফজলুল হক ভূইয়া শাওন, মো. টিটু, কামাল হোসেন রাসেল, রবিন, পাভেল প্রমুখ। বিজ্ঞপ্তি