যুবদলের পদপ্রত্যাশীদের ডাক পড়েছে কেন্দ্রে

7

নিজস্ব প্রতিবেদক

জাতীয়তাবাদী যুবদলের পদপ্রত্যাশী নেতাদের ডাক পড়েছে কেন্দ্রে। চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা যুবদলের নেতৃত্ব প্রত্যাশী নেতৃবৃন্দের সাক্ষাৎকার আগামীকাল সোমবার অনুষ্ঠিত হবে। যুবদলের কেন্দ্রীয় কার্যালয়ে এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। এর মাধ্যমে চট্টগ্রামের যুবদলের তিন ইউনিট কমিটির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার জন্য নতুন নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে।
ইতোপূর্বে যারা যুবদল কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও সহ-সম্পাদকের হোয়াটসঅ্যাপ নম্বরে অথবা সরাসরি কেন্দ্রীয় কার্যালয়ে তাদের রাজনৈতিক বৃত্তান্তের পিডিএফ ফাইল বা প্রিন্ট কপি জমা দিয়েছেন, তাদের জন্য সাক্ষাৎকারের আয়োজন করা হয়েছে। আগামীকাল সোমবার বিকেল ২টায় অনুষ্ঠিতব্য এই সাক্ষাৎকারে উপস্থিত থাকার জন্য সকল প্রার্থীকে বিশেষভাবে নির্দেশ দেওয়া হয়েছে। সাক্ষাৎকারের সময় প্রার্থীদের তাদের জমাকৃত রাজনৈতিক বৃত্তান্তের প্রিন্ট কপি সাথে নিতে হবে। যা তাদের রাজনৈতিক কর্মজীবনের মূল প্রতিফলন হিসেবে গণ্য হবে।
প্রার্থীদের রাজনৈতিক বৃত্তান্তে তাদের দলের প্রতি অবদান, সাংগঠনিক দক্ষতা, রাজনৈতিক আদর্শ ও কর্মক্ষমতা প্রাধান্য পাবে। এই তথ্য প্রার্থীদের নেতৃত্বের যোগ্যতা প্রমাণে সহায়ক হবে। যুবদল নেতৃবৃন্দের কাছ থেকে এই বিষয়ে বিশেষ দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।
এদিকে, বিভিন্ন সূত্রের মাধ্যমে জানা গেছে, চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতির পদে মোট ২৫ জন, সাধারণ সম্পাদক পদে ২০ জন নেতা প্রার্থিতা জমা দিয়েছেন। চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলা যুবদলের পদপ্রত্যাশীদের সংখ্যা এখনও নিশ্চিত করা যায়নি, তবে সেখানে ৫০ জনের অধিক নেতা পদপ্রত্যাশী হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
সূত্র বলছে, চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি-সাধারণ সম্পাদক বা আহব্বায়ক-সদস্য সচিব পদে জীবনবৃত্তান্ত জমা দিয়ে ডাক পেয়েছেন মোট ৫৪ জন। এই প্রার্থীদের মধ্যে অনেকেই দীর্ঘদিন ধরে দলীয় কর্মকান্ডে সক্রিয়, সাংগঠনিকভাবে তাদের অবস্থান শক্ত, এবং রাজনৈতিক আদর্শে অটল। তারা বর্তমানে যুবদলের নেতৃত্বে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে চান। তবে উত্তর ও দক্ষিণ জেলা যুবদলে এই সংখ্যা কত তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
কেন্দ্রীয় যুবদলের দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল বলেন, সোমবার চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা যুবদলের নেতৃত্ব প্রত্যাশী নেতৃবৃন্দের সাক্ষাৎকার সোমবার অনুষ্ঠিত হবে। মোট কতজন প্রার্থী পদপ্রত্যাশী সেটা সাক্ষাৎকার নেওয়ার পর জানানো হবে।
এদিকে এক বিজ্ঞপ্তিতে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন প্রার্থীদের সাক্ষাৎকারে অংশগ্রহণের জন্য যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষ অনুরোধ জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেছেন, এই নির্বাচনী প্রক্রিয়ায় যোগ্য ও দক্ষ নেতাদের নির্বাচন করা হবে, যারা সংগঠনকে আরও শক্তিশালী করে তুলবে।
যুবদল কেন্দ্রীয় কমিটির সদস্যরা মনে করছেন, এই নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে সংগঠনের কাঠামো আরও সুদৃঢ় হবে এবং আগামীর নির্বাচনে যুবদলের শক্তিশালী অবস্থান তৈরি হবে। নেতৃবৃন্দের পদপ্রত্যাশীদের মধ্য থেকে যারা নির্বাচিত হবেন, তাদের নিয়ে দলের ভবিষ্যৎ নেতৃত্ব গঠন হবে, যা যুবদলকে রাজনৈতিক অঙ্গনে আরও গতিশীল ও কার্যকরী করে তুলবে।