যুবক ও যুব মহিলারাই পারে বৈষম্যহীন নতুন দেশ গড়তে

1

কাপ্তাই প্রতিনিধি

নতুন বাংলাদেশের সুফল পেতে হলে যুবক ও যুব মহিলাদের বিশেষ ভূমিকা রাখতে হবে। তারাই পারবে বৈষম্যহীন নতুন দেশ গড়তে। ‘জাতীয় যুব দিবস-২০২৪’ উপলক্ষে কাপ্তাই উপজেলা প্রশাসনের সহযোগিতা ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। ‘দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার (১ নভেম্বর) কাপ্তাই উপজেলা সম্মেলন কক্ষ কিন্নরীতে অনুষ্ঠিত জাতীয় যুব দিবস-২০২৪ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মাদ হোসেন। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রশাসক মো. মহিউদ্দিন। সভায় স্বাগত বক্তব্য রাখেন সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. জাকির হোসেন। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ছাত্র প্রতিনিধি আবদুল্লাহ অপু, মোহাম্মাদ ইব্রাহীম, যুব প্রতিনিধি মোমেনা আক্তার, জুয়েল চাকমা, এনজিও প্রতিনিধি বিজয় মারমা, উপজেলা জামাতের আমির মো. হারুনুর রসিদ, সাংবাদিক মো. নজরুর ইসলাম লাভলু, কাজী মোশারফ হোসেন, চন্দ্রঘোনা মিশন হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং, উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লা অং মারমা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা এনামুল হক হাজারী, উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) স্বরুপ মুহুরী, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা নাজমুল হাসান, উপজেলা সমবায় কর্মকর্তা নাদিরা বেগম প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন অফিস প্রধানগণ সহ বিপুল সংখ্যক যুবক ও যুব মহিলারা উপস্থিত ছিলেন। সভার পূর্বে দিবসটি উপলক্ষে একটি র‌্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। জাতীয় যুব দিবস উপলক্ষে একজন যুব উদ্যোক্তাকে ১ লাখ টাকার ঋণ প্রদান সহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত ৬০ জন যুবক ও যুব মহিলাকে প্রশিক্ষণ সনদ প্রদান করা হয়। সভা শেষে প্রধান অতিথি ইউএনও মো. মহিউদ্দিন উপস্থিত অতিথিবৃন্দ, যুবক ও যুব মহিলারদেরকে দেশের স্বার্থ রক্ষা, দেশ সেবা, মানব কল্যাণ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার ‘শপথ পাঠ’ করান। বিজ্ঞপ্তি