নিজস্ব প্রতিবেদক
নগরীর টাইগারপাসের রেলওয়ে কলোনির পরিত্যক্ত ভবন থেকে ২৮ বছর বয়সী এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে অজ্ঞাতপরিচয় ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, করেয়কদিন আগে তার মৃত্যু হয়েছে।
সিএমপির খুলশী থানার উপ পরিদর্শক (এসআই) বেলাল উদ্দিন বলেন, খবর পেয়েই সকালে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে হাজির হয়। রেলওয়ে কলোনির যে ভবনের সিঁড়িতে ওই যুবকের লাশ পাওয়া গেছে সেটা পরিত্যক্ত ছিল। স্থানীয়রা জানিয়েছে, পরিত্যক্ত এ ভবনে কয়েকজনের যাতায়াত ছিল। বিশেষ করে রাতের বেলা এখানে নেশা করে সকালে আবার চলে যেত। লাশ দেখে মনে হচ্ছে তিন থেকে চারদিন আগে ওই যুবকের মৃত্যু হয়েছে।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, উদ্ধার করা মরদেহের মুখমন্ডল পঁচে যাওয়ায় পরিচয় শনাক্ত করা এখনও সম্ভব হয়নি।। লাশের শরীরে কোনও বড় আঘাতের চিহ্ন নেই। নেশা করে সিঁড়ি দিয়ে নামার সময় পড়ে গিয়ে হয়তো তার মৃত্যু হতে পারে। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মর্গে পাঠানো হয়েছে।