যুদ্ধ বন্ধ না হলে জিম্মি বিনিময়ে রাজি নয় হামাস

1

আন্তর্জাতিক ডেস্ক

গাজায় দীর্ঘ এক বছরের সংঘাত বন্ধে আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের প্রচেষ্টা চললেও হামাসের অবস্থান একই রয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সংগঠনটি স্পষ্ট জানিয়ে দিয়েছে, যুদ্ধের স্থায়ী সমাপ্তি ছাড়া কোনও সাময়িক যুদ্ধবিরতি বা জিম্মি বিনিময়ের প্রস্তাব তারা মানবে না। মার্কিন, মিসরীয় ও কাতারি মধ্যস্থতাকারীরা গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় হামাসকে আলোচনার টেবিলে ফেরানোর চেষ্টা করছেন। এর মধ্যে গোষ্ঠীটির এই অবস্থানের কথা জানা গেলো। টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে।
হামাসের শীর্ষ কর্মকর্তা তাহের আল-নুনু বার্তা সংস্থা এএফপিকে জানান, যুদ্ধ বন্ধের সাময়িক কোনও চুক্তি হামাস মেনে নেবে না। আমরা স্থায়ীভাবে যুদ্ধের ইতি টানার পক্ষে। মঙ্গলবার দোহায় এক গোপন বৈঠকে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়া, সিআইএ পরিচালক বিল বার্নস এবং কাতারের প্রধানমন্ত্রীর মধ্যে আলোচনা হয়েছে বলে জানা গেছে। সেখানে হামাসের কাছে একটি মাসব্যাপী যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে একটি সূত্র জানায়। হিব্রæ সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের মোসাদ প্রধান কাতারের মধ্যস্থতাকারীদের কাছে একটি প্রস্তাব দিয়েছেন। এতে ১১ থেকে ১৪ জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়ার বিনিময়ে ইসরায়েলি কারাগারে আটক প্রায় ১০০ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হবে এবং এক মাসের যুদ্ধবিরতি থাকবে।
মার্কিন কর্মকর্তারা মনে করছেন, একটি স্বল্পমেয়াদি যুদ্ধবিরতি হলে দীর্ঘমেয়াদি চুক্তির দিকে অগ্রসর হওয়া সম্ভব হতে পারে। তবে হামাস কর্মকর্তা জানিয়েছেন, এ ধরনের কোনও প্রস্তাব এখনও তারা পাননি। যদি এমন কোনও প্রস্তাব আসে, তবে হামাস অবশ্যই প্রতিক্রিয়া জানাবে। হামাসের দাবিগুলোর মধ্যে রয়েছে স্থায়ী যুদ্ধবিরতি, গাজা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার, বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ফেরতের সুযোগ, গাজায় পর্যাপ্ত মানবিক সহায়তা পৌঁছানো এবং একটি কার্যকর বন্দিবিনিময় চুক্তি। এর আগে মধ্যস্থতাকারীরা হামাসের কাছে আরও দুটি স্বল্পমেয়াদি যুদ্ধবিরতির প্রস্তাব তুলে ধরেছিলেন। মিসরীয় মধ্যস্থতাকারীরা দুদিনের জন্য যুদ্ধবিরতির মাধ্যমে চার ইসরায়েলি জিম্মি বিনিময়ের প্রস্তাব দিয়েছিল এবং রাশিয়া থেকে প্রস্তাব এসেছিল দুজন রুশ জিম্মির মুক্তির বিনিময়ে সাময়িক বিরতি দেওয়ার।