রাঙ্গুনিয়া প্রতিনিধি
বৌদ্ধধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে রাঙ্গুনিয়ায় পৃথক শান্তি শোভাযাত্রা বের করা হয়েছে। রাঙ্গুনিয়া বৌদ্ধ পূর্ণিমা উদ্যাপন পরিষদ, শিলক বৌদ্ধ যুব সংসদ ও সুধর্মানন্দ ধাতুচৈত্য বিহার ও গুণালঙ্কার সন্থাগারের দায়ক-দায়িকাদের আয়োজনে গত রবিবার সকালে ও বিকেলে পৃথক আয়োজনে নানা কর্মসূচি উদ্যাপন করা হয়।
সকালে হাজারো বৌদ্ধধর্মাবলম্বীর অংশগ্রহণে অনুষ্ঠিত শোভাযাত্রাটি উপজেলার হরিণগেইট সৈয়দবাড়ি কেন্দ্রিয় ধর্মচক্র বৌদ্ধবিহার থেকে শুরু হয়। পরে উপজেলা পরিষদ চত্ত¡রে সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয় এটি। সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. কামরুল হাসান। সভাপতিত্ব করেন রাঙ্গুনিয়া সংঘরাজ ভিক্ষু সমিতির সভাপতি ধর্মসেন মহাস্থবির।
বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া বৌদ্ধপূর্ণিমা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক সত্যানন্দ থের, বৌদ্ধ ভিক্ষু ড. প্রিয়ানন্দ থের, নন্দশ্রী থের, দ্বীপানন্দ থের, বৌদ্ধ পূর্ণিমা উদ্যাপন কমিটির নেতা পূর্ণ চন্দ্র মুৎসুদ্দি, প্রদীপ বড়ুয়া, অরুণ বড়ুয়া, সঞ্জয় বড়ুয়া সতু, মনিলাল তালুকদার, সুব্রত বড়ুয়া, অসীম বড়ুয়া, তরুণ বড়ুয়া, সুজিত তালুকদার, সোহেল তালুকদার, টিপলু বড়ুয়া, রুপক তালুকদার সাকো, সমর বড়ুয়া, সত্যপ্রিয় বড়ুয়া কাবুল, শিম্পু বড়ুয়া প্রমুখ।
এদিকে বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে উপজেলার শিলক বৌদ্ধ যুব সংসদ ও সুধর্মানন্দ ধাতুচৈত্য বিহার ও গুণালঙ্কার সন্থাগার এর দায়ক-দায়িকাবৃন্দের আয়োজনে ‘বিশ্বশান্তি কামনায় শোভাযাত্রা’ বের করা হয়। বিকালে শিলক সুধর্মানন্দ ধাতুচৈত্য বিহার থেকে বর্ণাঢ্য এ শোভাযাত্রা বের হয়ে শিলক বাজার, শান্তি কুঞ্জপাড়া ও লুম্বিনী বিহার পর্যন্ত প্রদক্ষিণ শেষে পুনরায় বিহার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এ উপলক্ষে একটি আলোচনা সভায় উ. সুবর্ণ মহা থের’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শিলক সুধর্মানন্দ ধাতুচৈত্য বিহারের মহানাম থের। বিপন বড়ুয়া ও অমর বড়ুয়ার যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন বৌদ্ধ ধর্মীয় সংগঠনের নেতা প্রভাত কুসুম বড়ুয়া, হিল্লোল বড়ুয়া, সুধীর রঞ্জন বড়ুয়া, নিরূপম বড়ুয়া, বিশ্বজিৎ বড়ুয়া শিমু, ধীমান বড়ুয়া, বির্ণয় শ্রী ভিক্ষু, দিপাল বড়ুয়া, প্রদীপ বড়ুয়া (নন), অজয় বড়ুয়া, সুপন বড়ুয়া, শ্যামল বড়ুয়া, মুকেশ বড়ুয়া, জিকু বড়ুয়া, পিপলু বড়ুয়া, চন্দন বড়ুয়া, ইরান বড়ুয়া, সময় বড়ুয়া প্রমুখ।
এদিকে বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে বিহারে দু’দিনব্যাপি ধর্মীয় ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।