যুদ্ধে মিত্রদের সরাসরি জড়িত হওয়ার আহবান জেলেনস্কির

4

আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেন-রাশিয়া যুদ্ধে মিত্রদের সরাসরি জড়িত হওয়ার আহবান জানিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এসময় রুশ ক্ষেপণাস্ত্রগুলোকে প্রতিহত করতে এবং দেশটির সীমান্তের কাছে জড়ো হওয়া সামরিক সরঞ্জামগুলোর বিরুদ্ধে পশ্চিমা অস্ত্র ব্যবহার করার অনুমতি চেয়েছেন তিনি। এর মাধ্যমে মিত্র দেশগুলোকে এই যুদ্ধে আরও সরাসরিভাবে জড়ানোর জন্য চাপ দিচ্ছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এই খবর জানিয়েছে। প্রতিবেদনটিতে বলা হয়েছে, সোমবার কিয়েভে বার্তা সংস্থা রয়টার্সকে জেলেনস্কি বলেছেন, ‘এটি ইচ্ছার ব্যাপার। তবে প্রত্যেকে এমন একটি কথা উচ্চারণ করে যা প্রতিটি ভাষায় একই রকম শোনায়: সবাই সংঘাত বৃদ্ধির ভয় পায়।’ তিনি বলেছিলেন, ‘ইউক্রেনীয়দের মৃত্যুর খবরে প্রত্যেকেই অভ্যস্ত হয়ে গেছেন।’ এসময় জেলেনস্কি বলেন, প্রতিবেশী ন্যাটো দেশগুলোর চাইলে ইউক্রেনকে আত্মরক্ষায় সাহায্য করতে পারেন। এ জন্য তাদের সশস্ত্র বাহিনীকে ইউক্রেনের ভূখন্ডে আসা রুশ ক্ষেপণাস্ত্রগুলোর বিরুদ্ধে লড়তে হবে। ২০২২ সালে ইউক্রেনে সর্বাত্মক হামলা শুরু করে রাশিয়া। এর পর থেকে ইউক্রেনে হাজার হাজার ক্ষেপণাস্ত্র এবং ড্রোন নিক্ষেপ করেছে দেশটি। ১০ মে খারকিভের উত্তর-পূর্ব সীমান্ত অঞ্চলে নতুন করে হামলা শুরু করেছে রুশ সেনারা। সেখানে দেড় বছরের মধ্যে বৃহত্তম আঞ্চলিক অগ্রগতি করেছে তারা।