‘যুদ্ধাপরাধী’ পুতিনের বিচার দাবি করলেন জেলেনস্কি

0

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘যুদ্ধাপরাধী’ আখ্যা দিয়ে তার বিচার দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বুধবার রাতে তিনি বলেন, আগ্রাসনের শাস্তি নিশ্চিত করতে হবে। পুরো ইউরোপকে একসঙ্গে সেটাই প্রমাণ করতে হবে।
জেলেনস্কি এই মন্তব্য করেন ইউরোপীয় মানবাধিকার সংস্থা কাউন্সিল অব ইউরোপের সঙ্গে একটি বিশেষ চুক্তি স্বাক্ষরের পর। চুক্তিটি একটি বিশেষ আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠনের পথে প্রথম ধাপ। যার মাধ্যমে রাশিয়ার শীর্ষ কর্মকর্তাদের এমনকি প্রেসিডেন্ট পুতিনেরও বিচার করার লক্ষ্য রয়েছে।
ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার সর্বাত্মক আগ্রাসনের ঘটনায় গঠিতব্য এই ট্রাইব্যুনাল হবে কাউন্সিল অব ইউরোপের আওতায় পরিচালিত প্রথম ট্রাইব্যুনাল। জেলেনস্কি বলেন, এটি বাস্তবায়নে রাজনৈতিক এবং আইনি সাহসের দরকার পড়বে। কিন্তু পুতিনসহ প্রত্যেক রুশ যুদ্ধাপরাধীর বিচার নিশ্চিত করা জরুরি।