যুদ্ধবিরতি ভেঙে গাজায় হামলা, নিহত ১০৪

2

পূর্বদেশ ডেস্ক

গাজায় মঙ্গলবার ইসরায়েলের বিমান হামলায় কমপক্ষে ১০৪ জনের মৃত্যুর তথ্য দিয়েছে হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়। ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, হামাসের যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে তারা ‘কয়েক ডজন সন্ত্রাসী ও সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে’ হামলা করেছে।
দেশটির প্রতিরক্ষামন্ত্রী গাজায় হামলা করে ইসরায়েলি সেনা হত্যা এবং জিম্মি মৃতদেহ হস্তান্তরের শর্ত লঙ্ঘনের জন্য হামাসকে দায়ী করেছেন। হামাস বলেছে, হামলার সাথে তাদের কোনও সম্পৃক্ততা নেই এবং যুদ্ধবিরতি চুক্তির প্রতি তারা শ্রদ্ধাশীল। খবর বিবিসি।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কোনও কিছুই যুদ্ধবিরতিকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না, তবে কোনও সৈন্যকে টার্গেট করা হলে ইসরায়েলের পাল্টা আঘাত করা উচিত।
ইসরায়েল গাজা শহর, উত্তর গাজার বেইত লাহিয়া, বুরেজি, নুসেইরাত এবং খান ইউনিস এলাকায় ঘরবাড়ি, স্কুল ও আবাসিক এলাকায় হামলা করেছে। গাজা শহরের প্রত্যক্ষদর্শীরা আবাসিক এলাকা বিস্ফোরণে কেঁপে ওঠার তথ্য দিয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে মোট ১০৪ জন মারা গেছে যার মধ্যে ৪৬টি শিশু আর ২০ জন নারী। এছাড়া আরও আড়াইশো আহত হয়েছে।
গতকাল বুধবার সকালে ইসরায়েলি ডিফেন্স ফোর্স বা আইডিএফ জানায় যে তাদের একজন সৈন্য মাস্টার সার্জেন্ট ইয়না এফরাইম ফেলডবম নিহত হয়েছে। সামরিক একটি সুত্র জানিয়েছে, রাফাহ শহরের ইসরায়েল নিয়ন্ত্রিত এলাকার ইয়েলো জোনে ঘটনাটি ঘটেছে। হামাস এক বিবৃতিতে বলেছে তাদের যোদ্ধারা ইসরায়েলি সৈন্যদের ওপর কোনও হামলা করেনি।