যুদ্ধবিরতির পর হিজবুল্লাহর ভবিষ্যৎ কী?

1

অনেক ঝড়-ঝাপ্টার পর অবশেষে লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। এই বিরতির আওতায় দেশটি থেকে ইসরায়েলি সেনা ও হিজবুল্লাহ যোদ্ধাদের প্রত্যাহারের পর দক্ষিণাঞ্চলে লেবানিজ সামরিক বাহিনী মোতায়েনের কথা রয়েছে। যুদ্ধে সশস্ত্র এই গোষ্ঠীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তাই যুদ্ধবিরতির পর এর ভবিষ্যৎ কী হবে এ নিয়ে প্রশ্ন জাগছে অনেকের মনে। এই প্রশ্ন ধরেই একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদন প্রকাশ করেছেন ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির বৈরুত প্রতিবেদক হুগো বাচেগা। অন্ধকারাচ্ছন্ন গাড়ি ভর্তি রাস্তা। জিনিসপত্র বোঝাই ব্যাগ নিয়ে হেঁটে চলে গেছেন অনেকে। তারা ঠিক কোথায় যাচ্ছেন তা নিশ্চিত নয়। তবে এখানে যে তারা থাকতে পারবেন না তা নিশ্চিত।
মঙ্গলবার ইসরায়েলি সামরিক বাহিনী এই অঞ্চলগুলোর জন্য প্রথম স্থানান্তর সতর্কতা জারির কিছুক্ষণ পরই মধ্য বৈরুতের নুওয়েরিতে এই দৃশ্য দেখা যায়। কয়েক ঘণ্টা আগে বিকেলের আমরা ইসরায়েলি বিমান হামলার স্থানটি দেখার চেষ্টা করছিলাম, যে হামলাটি কোনও সতর্কতা ছাড়াই করা হয়েছিল। হামলায় একটি বিল্ডিং ধূলিতে মিশে যায় এবং এতে অন্তত সাতজন নিহত হন। তবে আমরা সেখানে যেতে পারিনি।
ভিড় চলে যাচ্ছিল এবং মোটরবাইকে আরোহণকারীরা আমাদের এখানে চলাফেরা করতে বাধা দেয়। তারা বলছিল, এটি নিরাপদ নয়। এর কয়েক মিনিট পর আমরা আরও বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শুনতে পাই। এর পর, ঘণ্টার পর ঘণ্টা ধরে এভাবেই রাত কাটল বৈরুতে। একাধিক বিস্ফোরণের শব্দ: কয়েকটি দূরে, বাকিগুলো কাছাকাছি কোথাও। মাথার উপর ইসরায়েলি ড্রোনের অবিরাম শব্দ সঙ্গে গুলির শব্দ মিশে মানুষ আরও সতর্ক হয়ে নিরাপত্তার সন্ধানে ছুটতে বাধ্য করেছে। এই নাটকীয় বৃদ্ধি এমন সময় ঘটে যখন লেবানন যুদ্ধবিরতি চুক্তির নিয়ে ইসরায়েলি সিদ্ধান্তের অপেক্ষা করছিল। শক্তিশালী ইরান-সমর্থিত হিজবুল্লাহর সঙ্গে এক বছরেরও বেশি সময় ধরে সংঘাতের অবসানের একমাত্র আশা ছিল এই যুদ্ধবিরতি। আর সেই অপেক্ষার সময়টাতেই ইসরায়েল বৈরুতে তার সবচেয়ে তীব্র বোমা হামলাটি করে। দুই মিনিটের মধ্যে নুওয়েরিতে হামলার পরপরই যুদ্ধবিমানগুলো শহরের দক্ষিণ উপকণ্ঠে হিজবুল্লাহর ২০টি লক্ষ্যবস্তুতে আঘাত হানে, যা দাহিহ নামে পরিচিত। ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) বলেছে, লক্ষ্যবস্তুগুলো হিজবুল্লাহর ব্যবহৃত স্থাপনাগুলোকে আঘাত করেছে ও শহরজুড়ে সিরিজ আক্রমণ হয়েছে। এখন অবশ্য আনুষ্ঠানিকভাবে একটি যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে। তবে প্রশ্ন কিন্তু থেকেই যায়।