যুদ্ধবিরতির পরও দক্ষিণ লেবাননে আবারও ইসরায়েলি হামলার খবর পাওয়া গেছে। তেল আবিবের সঙ্গে দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সীমান্তের ৩ শহরে বৃহস্পতিবার (২৯ নভেম্বর) ইসরায়েলি ট্যাংক থেকে গোলা নিক্ষেপ করা হয়েছে। লেবাননের নিরাপত্তা সূত্র ও রাষ্ট্রীয় মিডিয়া জানিয়েছে, ‘আক্রমণাত্মক সামরিক অভিযান’ বন্ধে একটি যুদ্ধবিরতি কার্যকর হওয়ার একদিন পর এই হামলা হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। ট্যাংকের গোলা মারকাবা, ওয়াজানি কাফারচৌবা শহরে আঘাত হানে। এই শহরগুলো লেবানন ও ইসরায়েলের মধ্যে সীমানা নির্ধারণকারী বøæ লাইনের দুই কিলোমিটারের মধ্যে অবস্থিত। একটি নিরাপত্তা সূত্র মারকাবায় দুজন আহত হওয়ার কথা জানিয়েছেন।
যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় একটি চুক্তির অধীনে বুধবার ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে একটি যুদ্ধবিরতি কার্যকর হয়। এর উদ্দেশ্য ছিল ১৪ মাসের লড়াইয়ে বিচ্ছিন্ন উভয় দেশের সীমান্ত এলাকায় মানুষ যাতে নিজ বাড়ি ফিরতে পারে।