আন্তর্জাতিক ডেস্ক
কয়েক বছরের মধ্যে তুরস্কে প্রথমবারের মতো সরাসরি আলোচনায় বসে ভবিষ্যতে সম্ভাব্য যুদ্ধবিরতির রূপরেখা উপস্থাপন করা এবং যুদ্ধবন্দি বিনিময় করতে একমত হয়েছে ইউক্রেইন ও রাশিয়া। ইউক্রেইনের প্রতিরক্ষামন্ত্রী রুস্তেম উমেরভ বৃহস্পতিবার আলোচনার পর সাংবাদিকদের জানান, উভয়পক্ষই এক হাজার জন যুদ্ধবন্দি একে অপরের সঙ্গে বিনিময় করতে রাজি হয়েছে। “আমরা যুদ্ধবিরতির বিষয়টি নিয়ে আলোচনা করেছি। বন্দি বিনিময় নিয়েও কথা হয়েছে। ফলাফল হচ্ছে, ১ হাজার জন বন্দির বিনিময়ে ১ হাজার জন বন্দির মুক্তি। এটিই আমাদের বৈঠকের অর্জন,” বলেন উমেরভ। তিনি জানান, বন্দি বিনিময়ের দিন তারিখ ঠিক করা হয়েছে, তবে তা এখনই প্রকাশ করা হচ্ছে না। এই বৈঠকে ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সম্ভাব্য বৈঠক নিয়েও আলোচনা হয়েছে বলে জানান উমেরভ। শিগগিরই সম্ভাব্য নতুন এক দফা আলোচনার ঘোষণা আসবে বলেও তিনি ইঙ্গিত দেন। ওদিকে, রাশিয়ার পক্ষ থেকে আলোচনায় অংশ নেওয়া প্রতিনিধিদলের প্রধান ভ্লাদিমির মেদিনস্কিও বলেছেন, ইস্তাম্বুলের বৈঠক নিয়ে তারা সন্তুষ্ট এবং ভবিষ্যতেও যোগাযোগ চালিয়ে যেতে প্রস্তুত। “ইউক্রেইনের সঙ্গে বড় পরিসরে বন্দি বিনিময় আগামী কয়েক দিনের মধ্যেই হতে চলেছে।