‘যুগে যুগে পৃথিবীতে মহাপুরুষেরা মানবতার দ্যুতি ছড়িয়েছেন’

3

লোহাগাড়া উপজেলার কলাউজান নাথপাড়া সার্বজনীন শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী মন্দিরের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব দিনব্যাপী আকাশবৃত্তি অনুষ্ঠানমালার মধ্যদিয়ে গত ১ নভেম্বর উদযাপিত হয়। এ উপলক্ষে আয়োজিত ধর্মসম্মেলনে পৌরহিত্য করেন শ্রীমৎ স্বামী মহানন্দ পুরী মহারাজ। ব্যাংকার চিত্রালী রায় দেবীর সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন শ্রীকৃষ্ণভক্ত সংঘ-বাংলাদেশ’র সভাপতি বৈষ্ণব চন্দন দাশ। প্রধান অতিথি ছিলেন গোসাইলডাঙ্গা সার্বজনীন দুর্গা মন্দির কমপ্লেক্সের সভাপতি দানশীল ব্যক্তিত্ব নির্মল কান্তি দেবনাথ লিটন। প্রধান বক্তা ছিলেন বাগীশিক কেন্দ্রীয় সংসদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সাবেক কলেজ প্রভাষক পলাশ কান্তি নাথ রণী। সংবর্ধিত অতিথি ছিলেন গীতাঞ্জলি মাতৃসম্মিলনীর সাধারণ সম্পাদক অধ্যাপক শুক্লা দেবী, ব্যারিস্টার সুলতান আহমদ চৌধুরী কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক ডেজী দেবী। শুরুতে গীতা থেকে পাঠ করেন সংগীতশিল্পী ও গীতাপাঠক শিমুল দেবনাথ। উপস্থিত ছিলেন সমাজসেবক দয়ালহরি নাথ, নাট্যজন সুকুমার নাথ, অধর কান্তি নাথ টিপু, সীমান্ত নাথ, আশুতোষ নাথ, সুকান্ত দেবনাথ, মিঠুন নাথ প্রমুখ। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মন্দিরের পরিচালক শ্রীমৎ সাগর সাধু। ধর্মসম্মেলনে বক্তারা বলেন, যুগে যুগে পৃথিবীতে মহাপুরুষেরা মানবতার দ্যুতি ছড়িয়েছেন। লোকনাথ ব্রহ্মচারী বাবা তাঁর দিব্যজীবনে অসাম্প্রদায়িক চেতনার উন্মেষ ঘটিয়েছেন। ঐশীপুরুষদের অলৌকিক জীবনী অনুসরণ করে আমরা নিজেরা আলোকিত জীবন গড়তে পারি। এছাড়াও অন্যান্য অনুষ্ঠানমালার মধ্যে ছিল- ধ্বজা উত্তোলন, আরতি, পূজা, গীতাযজ্ঞ, মহাপ্রসাদ আস্বাদন, শিবপূজা, চন্ডীপাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বিজ্ঞপ্তি