যুক্তরাষ্ট্র থেকে ভারতে প্রথম চালানের জরুরি কোভিড সহায়তা পৌঁছেছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, করোনা পরিস্থিতিতে মোকাবিলায় শুক্রবার সকালেই প্রয়োজনীয় সামগ্রী নিয়ে দিল্লির বিমানবন্দরে অবতরণ করেছে যুক্তরাষ্ট্রে একটি সামরিক বিমান। এতে অক্সিজেন সিলিন্ডার থেকে শুরু করে র্যাপিড টেস্ট কিটসহ সবই আছে। এএফপি জানিয়েছে, সুপার গ্যালাক্সি মিলিটারি বিমান শুক্রবার সকালে দিল্লি পৌঁছেছে। এতে ৪০০টি অক্সিজেন সিলিন্ডার, প্রায় ১০ লাখ র্যাপিড করোনাভাইরাস টেস্ট কিট, হাসপাতালের প্রয়োজনীয় সামগ্রী এসেছে। বিমান ভারতের মাটি স্পর্শ করার পর সেই ছবি টুইট করে মার্কিন দূতাবাস লিখেছে, ‘মহামারি পরিস্থিতিতে জরুরি কিছু সামগ্রী এসে পৌঁছাল। কোভিড ১৯-এর বিরুদ্ধে একসঙ্গে লড়াইয়ে ভারতের পাশে রয়েছে যুক্তরাষ্ট্র।