আন্তর্জাতিক ডেস্ক
চলতি বছরের জানুয়ারি থেকে প্রায় এক হাজার ৮০ জন ভারতীয় নাগরিক যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে গেছেন। বৃহস্পতিবার (২৯ মে) এ তথ্য দিয়েছেন ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রনধীর জয়সওয়াল। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে। জয়সওয়াল বলেছেন, ২০২৫ সালের জানুয়ারি থেকে স্বেচ্ছায় বা মার্কিন প্রশাসনের বিতাড়নে প্রায় এক হাজার ৮০ জন ভারতীয় ফিরে এসেছেন। তাদের মধ্যে প্রায় ৬২ শতাংশ ব্যক্তি ভারতে বাণিজ্যিক ফ্লাইটে আসেন।যুক্তরাষ্ট্রের সঙ্গে অভিবাসী ইস্যুতে ভারতের সহযোগিতামূলক মনোভাব রয়েছে উল্লেখ করে জয়সওয়াল বলেন, অবৈধভাবে যুক্তরাষ্ট্রে যাওয়া বা বসবাসকারী ভারতীয় নাগরিকদের বিতাড়নের বিষয়ে মার্কিন প্রশাসনের সঙ্গে আমাদের ঘনিষ্ঠ বোঝাপড়া রয়েছে। অভিযুক্ত ব্যক্তিদের সম্পর্কে বিস্তারিত তথ্য পেলে আমরা তাদের ফিরিয়ে নেব। হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থী ভর্তির বিষয়ে ট্রাম্প প্রশাসনের সাম্প্রতিক দ্বন্দ্বের বিষয়েও কথা বলেছেন জয়সওয়াল। পরিস্থিতি নিয়ে ভারত সম্পূর্ণ অবগত আছে উল্লেখ করে তিনি বলেন, ভিসা দেওয়া একটি সার্বভৌম দেশের নিজস্ব এখতিয়ার। তবে, ভারতীয় শিক্ষার্থীদের মেধার ভিত্তিতে আবেদন যাচাই করে মার্কিন অ্যাকাডেমিক কার্যক্রমে যোগদানের সুযোগ দেওয়া হবে বলে আমরা আশাবাদী। শিক্ষার্থী ভিসার জন্য নতুন আবেদনকারীদের সাক্ষাৎকার না নিতে বিশ্বব্যাপী মার্কিন দূতাবাসগুলোর প্রতি বুধবার এক নির্দেশনা দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এই সিদ্ধান্তের ফলে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষায় আগ্রহী বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা পাওয়ার সুযোগ আরও সংকুচিত হয়ে পড়লো।