যুক্তরাষ্ট্রে ৪ পুলিশ সদস্য গুলিবিদ্ধ নিহত ২ সন্দেহভাজন

44

যুক্তরাষ্ট্রের টেক্সাসের একটি শহরে মাদকবিরোধী অভিযানের সময় চার পুলিশ সদস্য গুলিবিদ্ধ আহত হয়েছেন। এসময় পুলিশের গুলিতে নিহত হয়েছে দুই সন্দেহভাজন বন্দুকধারী। আহত পুলিশ সদস্যদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। সোমবার টেক্সাসের হিউস্টন শহরে এই ঘটনা ঘটে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে। শহরের পুলিশ প্রধান আর্ট আচেভেদো জানান, মাদকবিরোধী একটি তদন্তে গ্রেফতার অভিযানের সময় চার পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশের গুলিতে দুই সন্দেহভাজন নিহত হয়।
দুই পুলিশ কর্মকর্তার গলায় গুলি লেগেছে, তাদের অস্ত্রোপচার হচ্ছে। অপর দুজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। ২৪ ঘণ্টা পর তারা হাসপাতাল ছাড়তে পারবেন।
পুলিশ প্রধান জানান, দক্ষিণ হিউস্টনের একটি বাড়ি গ্রেফতার অভিযানের সময় পুলিশ সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। তিনি বলেন, দরজা ভেঙে প্রবেশ করা মাত্রই এক বা দুজন সন্দেহভাজন গুলি চালায়। পরে একটি সোয়াট টিম দায়িত্ব নেয়। বাড়ির ভেতরে দুটি রোবট পাঠানো হয়। রোবটের পাঠানো ছবিতে দেখা যায়, দুই সন্দেহভাজন ঘরে নিথর পড়ে আছে। ঘটনাস্থলেই দুই সন্দেহভাজনকে মৃত ঘোষণা করা হয় বলে জানান পুলিশ কর্মকর্তা।