যুক্তরাষ্ট্রে মাতাতে যাচ্ছে দলছুট ও বাপ্পা মজুমদার

1

কিছুদিন আগেই কানাডা মাতিয়ে এসেছেন দেশের অন্যতম জনপ্রিয় সংগীতশিল্পী, দলছুট ব্যান্ডের ভোকাল বাপ্পা মজুমদার। এবার যুক্তরাষ্ট্র ট্যুরে যাচ্ছেন তিনি।অনেক বছর পর গানে গানে মার্কিট মুলুক মাতাবেন এই গায়ক।সব ঠিক থাকলে চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবরে হবে বাপ্পার এই ট্যুর। যেখানে দেশটির ১০টির বেশি শহরে গান করবেন তিনি। যার মধ্যে রয়েছে নিউ ইয়র্ক, ফ্লোরিডা, ক্যালিফোর্নিয়া, শিকাগো প্রভৃতি শহর। বাপ্পা মজুমদারের এই ট্যুরের আয়োজন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ভিত্তিক অর্গানাইজার প্রতিষ্ঠান ‘আইরন ক্লাউড’। প্রতিষ্ঠানটির কর্ণধার ফায়সাল জাহেদ বলেন, ‘বাপ্পা মজুমদার বাংলাদেশের অত্যন্ত গুণী এবং জনপ্রিয় একজন সংগীতশিল্পী। সংগীতে তার এখন গোল্ডেন এজ চলছে। সারা বিশ্বেই বাংলা ভাষাভাষীদের কাছে তার আলাদা মর্যাদা রয়েছে। অনেক বছর তিনি যুক্তরাষ্ট্রে আসেননি। কিন্তু এখানকার শ্রোতারা তার গান শুনতে, পারফরম্যান্স দেখতে উদগ্রীব হয়ে আছেন। সেই দিকটা বিবেচনা করে আমরা এই ট্যুরের আয়োজন করতে যাচ্ছি। এই আয়োজনকে সফল করার জন্য আমরা আমাদের সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছি। ’ এদিকে বাপ্পা মজুমদার জানিয়েছেন, এই ট্যুরের বিষয়ে আয়োজক প্রতিষ্ঠানের সঙ্গে তার কথা চূড়ান্ত হয়ে আছে। এখন বিস্তারিত শিডিউল তৈরিসহ অন্যান্য কাজ চলছে। তিনি প্রত্যাশা করছেন এই ট্যুরটি স্মরণীয় হবে এবং যুক্তরাষ্ট্র প্রবাসীদের সঙ্গে তার সংগীতীয় সম্পর্ককে আরও জোরালো করবে।
এবারের ট্যুরে বাপ্পা মজুমদার তার ব্যান্ড দলছুটের সব সদস্যকে নিয়ে যাচ্ছেন। দলছুটের বর্তমান লাইনআপে রয়েছেন বাপ্পা মজুমদার (ভোকাল), মাসুম ওয়াহিদুর রহমান (গিটার), জন শার্টন (বেজ গিটার), ডানো শেখ (ড্রামস), সোহেল আজিজ (কি-বোর্ড) এবং শাহান কবন্ধ (ম্যানেজার)।