যুক্তরাষ্ট্রে ভারতীয় দূতাবাসে মিলল এক কর্মকর্তার মরদেহ । যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ভারতীয় দূতাবাস চত্বরের ভেতরে মিলেছে এক কর্মকর্তার মরদেহ।
স্থানীয় সময় বুধবার (১৮ সেপ্টেম্বর) মরদেহটি উদ্ধার করা হয়। তবে শুক্রবার (২০ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানায় ভারতীয় দূতাবাস।
বিবৃতিতে বলা হয়, ‘গভীর দুঃখ ও শোক প্রকাশ করে আমরা জানাচ্ছি যে, ভারতীয় দূতাবাসের একজন সদস্য বুধবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় মারা গেছেন। মরদেহ দ্রুত ভারতে পাঠানোর বিষয়টি নিশ্চিত করতে তার পরিবার এবং সংশ্লিষ্ট সব সংস্থার সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।’ কীভাবে আর কী কারণে ওই কর্মকর্তা মারা গেলেন তা বিবৃতিতে বলা হয়নি।
দূতাবাসের ওই কর্মকর্তা আত্মহত্যা করতে পারেন বলেও সন্দেহ করা হচ্ছে। ওয়াশিংটনের স্থানীয় পুলিশ ও সিক্রেট সার্ভিস তার মৃত্যুর ঘটনাটি তদন্ত করছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।