যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান, গ্রেপ্তার ৫৩৮

1

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রে ডনাল্ড ট্রাম্প প্রশাসনের অভিষেকের মাত্র তিন দিনের মধ্যে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান শুরু হয়েছে। অভিযানে ৫৩৮ জন গ্রেপ্তার হয়েছে। হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বৃহস্পতিবার এক্সে এক পোস্টে একথা জানান। তিনি বলেন, বৃহস্পতিবার গ্রেপ্তার হওয়া এই অবৈধ অভিবাসীরা সবাই অপরাধী। এর মধ্যে আছে, ভেনেজুয়েলার কারা গ্যাংয়ের সদস্যরা এবং যৌন অপরাধে দোষী সাব্যস্তরা।
এ বিষয়ে বিস্তারিত আরও কিছু জানান নি লেভিট। যুক্তরাষ্ট্রের অভিবাসন কর্মকর্তারা বৃহস্পতিবার নিউ জার্সির নেওয়ার্কের কর্মস্থলগুলোতে নথিপত্রহীন অভিবাসীর পাশাপাশি মার্কিন নাগরিকদেরকেও ধরপাকড় করেছে।
নেওয়ার্কের মেয়র বলেছেন, গ্রেপ্তার হওয়াদের মধ্যে সামরিক এক প্রবীণ কর্মকর্তাও ছিল। আর এই গ্রেপ্তার কার্যকম মানুষের অধিকারের লঙ্ঘন।
নিউ জার্সির সবচেয়ে জনবহুল নগরী নেওয়ার্ক। এই নগরী অভিবাসীদের সুরক্ষা এবং আশ্রয় দেওয়ার নীতি অনুসরণ করে। নেওয়ার্কের মেয়র রাস বারাকা অতীতে এ নীতির প্রশংসা করেছিলেন।
ট্রাম্প ক্ষমতা নেওয়ার আগেই তার সীমান্ত সম্রাট টম হোম্যান জানিয়েছিলেন, অভিবাসী বিতড়ন কর্সূচিতে তাদেরকে আশ্রয়দাতা নগরীগুলোকেই মূলত নিশানা করা হবে। ট্রাম্প গত সোমবার প্রেসিডেন্ট হিসাবে শপথ নেওয়ার পরই একের পর এক নির্বাহী আদেশ সই করার সময় অবৈধ অভিবাসী দমনের আদেশও সই করেন। এই অভিযানে যেসব কর্মকর্তা বাধা দেবেন তাদেরকেও সাজা দেওয়ার পদক্ষেপ নিয়েছেন তিনি।
বৃহস্পতিকার নেওয়ার্কের একটি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালানোর সময় ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) এজেন্টরা গ্রেপ্তারি পরোয়ানা দেখানো ছাড়াই অবৈধ অভিবাসীসহ মার্কিন নাগরিকদের গ্রেপ্তার করেছে বলে এক বিবৃতিতে জানিয়েছেন মেয়র বারাকা।
তিনি বলেন, এই অভিযানে যুক্তরাষ্ট্রের সংবিধানে স্বীকৃত নাগরিকদের অধিকার লঙ্ঘিত হয়েছে। লোকজনদেরকে এমন বেআইনিভাবে ভীত-সন্ত্রস্ত করার এই সময়ে নেওয়ার্ক হাত গুটিয়ে বসে থাকবে না। নেওয়ার্কের কোন কোন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চলেছে সেগুলোর নাম মেয়র বারাকা কিংবা আইসিই এজেন্টদের কেউই জানাননি।