যুক্তরাজ্যে সেরা অভিনেত্রীর মনোনয়ন পেলেন মেহজাবীন

1

টরন্টো চলচ্চিত্র উৎসব দিয়ে শুরু। পরে বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, গোথেনবার্গ চলচ্চিত্র উৎসব, ওসাকা, ডালাস চলচ্চিত্র উৎসবসহ বিশ্বের একাধিক উৎসবে জায়গা করে নেয় বাংলাদেশের সিনেমা ‘সাবা’। তবে এবার সিনেমাটির প্রতিনিধি হয়ে অভিনেত্রী হিসেবে প্রতিযোগিতা করতে যাচ্ছেন কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা মেহজাবীন চৌধুরী। রেইনড্যান্স উৎসবের ওয়েবসাইট থেকে জানা যায়, ‘সাবা’ ন্যারেটিভ ফিচার বিভাগে প্রদর্শিত হবে। প্রথম সিনেমার পরিচালক হিসেবে মাকসুদ হোসাইনের মনোনয়নের পাশাপাশি ডিসকভারি অ্যাওয়ার্ডে মনোনয়ন পেয়েছে সিনেমাটি। দুই যুগ আগে ঘটা একটি সড়ক দুর্ঘটনায় আহত হয় ১২ বছরের এক কিশোরী ও তার মা। কিশোরীটি সেই ঘটনায় মানসিকভাবে আঘাত পায় আর মায়ের সঙ্গী হয় হুইলচেয়ার। এই দুর্ঘটনা-পরবর্তী পরিস্থিতি নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। ‘সাবা’ সিনেমাটির দৈর্ঘ্য ৯০ মিনিট। যেখানে নাম ভূমিকায় আছেন মেহজাবীন।
এতে অভিনয় করেছেন রোকেয়া প্রাচী ও মোস্তফা মনোয়ার। এটি বিশ্বের বিভিন্ন উৎসবে প্রদর্শিত হলেও এখনো দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি।