আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী নিশ্চিত করেছে যে ব্রিটেনে তিনটি বিমান ঘাঁটির ওপর বেশ কয়েকটি অজ্ঞাত ড্রোন দেখা গেছে। বুধবার (২০ নভেম্বর) থেকে শুক্রবারের মধ্যে এই ড্রোনগুলো দেখা যায়। যুক্তরাজ্যের সাফোক কাউন্টিতে অবস্থিত দুটি বিমান ঘাঁটি আরএএফ ল্যাকেনহিথ এবং আরএএফ মিল্ডেনহল এবং নরফোক কাউন্টিতে অবস্থিত আরএএফ ফেল্টওয়েলের ওপর দেখতে পাওয়া ড্রোনগুলো নিয়ে রহস্য তৈরি হয়েছে। এই তিনটি ঘাঁটিই মার্কিন বিমান বাহিনীর যুদ্ধ কার্যক্রম পরিচালনার জন্য ব্যবহৃত হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। মার্কিন বিমান বাহিনী জানিয়েছে, বর্তমানে এই ড্রোনগুলোকে শত্রুদের নিক্ষেপ করা বলে মনে করা হবে কিনা তা স্পষ্ট নয়। এগুলোকে ‘ছোট মানববিহীন বিমান ব্যবস্থা’ বলে অভিহিত করা হয়েছে। ইউরোপে মার্কিন বিমান বাহিনীর এক মুখপাত্র বলেছেন, ‘আমরা নিশ্চিত করছি যে ড্রোনগুলো তিনটি বিমান ঘাঁটির ওপর দেখা গেছে। ড্রোনগুলোর সংখ্যা পরিবর্তনশীল ছিল এবং এগুলো আকার বা কাঠামোতে বিভিন্ন রকম ছিল।’
তিনি আরও বলেছেন, এই ড্রোনগুলো সক্রিয়ভাবে পর্যবেক্ষণ করা হয়েছিল। ঘাঁটির কর্মকর্তারা সিদ্ধান্ত নেন যে কোনও অনুপ্রবেশই সেখানকার বাসিন্দা বা গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর প্রভাব ফেলেনি। ওই মুখপাত্র বলেন, পরিচালনাগত সুরক্ষার জন্য আমরা আমাদের নির্দিষ্ট নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে আলোচনা করি না। তবে স্থাপনাগুলোর সুরক্ষার অধিকার সংরক্ষণ করি। আমরা আমাদের আকাশসীমা পর্যবেক্ষণ চালিয়ে যাচ্ছি। ঘাঁটির কর্মী, স্থাপনা এবং সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন দেশের কর্তৃপক্ষ এবং মিশন অংশীদারদের সঙ্গে কাজ করছি।
যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, আমরা এ ধরনের হুমকিকে গুরুত্ব সহকারে নিই এবং প্রতিরক্ষা স্থাপনাগুলোতে দৃঢ় নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখি। ঘাঁটিগুলোতে ড্রোনবিরোধী নিরাপত্তা সক্ষমতাও অন্তর্ভুক্ত রয়েছে।