যারা জামায়াতকে ধ্বংস করতে চেয়েছিল তারা নিশ্চিহ্ন

1

ফটিকছড়ি প্রতিনিধি

জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর আমীর ও সাবেক এমপি শাহজাহান চৌধুরী বলেছেন, ১৯৭২ সালে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করে শেখ মুজিবুর রহমান সংসদে দম্ভ করে করে বলেছিলেন জামায়াতকে দাবাইয়া দিছি অথচ নিয়তির নির্মম পরিহাস আজ শেখ মুজিব সাহেব এবং তাঁর দল নিশ্চিহ্ন হয়ে গেছে।
তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনুস সাহেব জাতিসংঘে যে বক্তব্য দিয়েছেন, অতীতে বাংলাদেশের কোন রাষ্ট্রপ্রধান এভাবে স্পষ্ট ভাষায় সাহসী বক্তব্য দিতে পারেননি।
ফটিকছড়ির সাবেক এক সাংসদকে ইঙ্গিত করে শাহজাহান চৌধুরী বলেন, আপনি ধর্মের নামে ব্যবসা করেছেন, ফ্যাসাদ সৃষ্টি করেছেন। ১৪ দলে থেকে জামায়ত-শিবিরকে নিষিদ্ধ করতে শেখ হাসিনাকে পরামর্শ দিয়েছেন।
তিনি গতকাল শনিবার বিকালে উপজেলার আজাদী বাজারের ঈদগাহ মাঠে জামায়াতে ইসলামী ফটিকছড়ি দক্ষিণের উদ্যোগে প্রীতি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ফটিকছড়ির দক্ষিণাঞ্চলের জনপদে জামায়াতে ইসলামীকে সাংগঠনিক কর্মকাÐ চালাতে দেয়নি আওয়ামী সন্ত্রাসীরা। এখন জুলুমবাজরা পালিয়েছে, যারা মানবতার কল্যাণে কাজ করে সেই জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির সগৌরবে রাজনীতির মসনদ পুনরুদ্ধার করেছে।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জামায়াতে ইসলামী উত্তর জেলা আমীর আলাউদ্দিন সিকদার। অধ্যক্ষ মাওলানা আ. ন. ম. আব্দুশ শাকুরের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন উত্তর জেলার সাবেক আমির অধ্যাপক নুরুল আমীন চৌধুরী, খাগড়াছড়ি জেলার আমির সৈয়দ আব্দুল মোমেন, মহানগর আমির অধ্যক্ষ নুরুল আমিন, অধ্যাপক ফজলুল করিম, ফটিকছড়ি আমির নাজিম উদ্দিন সিকদার।
বক্তব্য দেন আব্দুর রহীম, অধ্যাপক সেলিম উদ্দিন, মাওলানা তৈয়ব আলী নূরী, মাস্টার নজরুল ইসলাম, আবু জাফর মোহাম্মদ আলম ও খোরশেদুল আলম ফিরোজ।