যারা করছেন তারা যেন ভুলে না যান খুনের কনটেক্সট

3

পূর্বদেশ ডেস্ক

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, এটা প্রতিষ্ঠিত যে একবিংশ শতাব্দীতে ওনার (শেখ হাসিনা) চেয়ে বড় খুনী বা মানবাধিকার লঙ্ঘন এত ভয়ানকভাবে আর কেউ করেননি। যারা ইন্টারভিউ করছেন (শেখ হাসিনার) এই কনটেক্সট যেন কেউ ভুলে না যান। যেই দাবি উনি করেন তা যেন আনকন্টেসটেড (বিনা প্রশ্নে ছেড়ে দেওয়া) না থাকে।
গতকাল বুধবার রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে দেশের গণমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকার প্রকাশ এবং বিদেশি গণমাধ্যমে তার সাক্ষাৎকারের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
তিনি বলেন বিষয়টি (শেখ হাসিনার সাক্ষাৎকার) নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কথা বলবে।
এটা প্রতিষ্ঠিত যে একবিংশ শতাব্দীতে ওনার চেয়ে বড় খুনী বা মানবাধিকার লঙ্ঘনে এত ভয়ানকভাবে আর কেউ করেননি। এটা ইউএন’র রিপোর্টে স্পষ্ট ভাবে এসেছে। পরে আল জাজিরার প্রোগ্রামে আসছে। বিবিসিতেও আসছে যে স্পষ্ট শোনা যাচ্ছে যে ওনি খুন করার নির্দেশ দিচ্ছেন। খবর বিবিসি।
প্রেস সচিব যুক্তরাজ্যের একটি ল ফার্মের আন্তর্জাতিক অপরাধ আদালতে আওয়ামী লীগের সাথে জড়িতদের হত্যা ও কারাদÐের মতো মানবতাবিরোধী অপরাধের অভিযোগ দায়ের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, আমরা কাল (মঙ্গলবার) লোকাল নিউজ মিডিয়ায় দেখলাম তার পার্টি আইসিসিতে একটা ইয়ে করছে। সেখানে তিনি যে এই ভয়ানক রকম মানবাধিকার লঙ্ঘন করেছেন, তার কোনো উল্লেখ দেখিনি। এটা খুবই দুঃখজনক।
আমরা দেখেছি আওয়ামী লীগ ক্লেইম করেছে ৪০০ জন মারা গেছে। এটা আনকন্টেনেস্টড দেয়া হচ্ছে, বলেছেন তিনি।
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের ল ফার্ম ডাউটিস্ট্রিট এ বিষয়ক একটি অভিযোগ আন্তর্জাতিক অপরাধ আদালতে করেছে বলে ডাউটি স্ট্রিট চেম্বার থেকে জানানো হয়েছে।
শফিকুল আলম বলেন, আমাদের টাকা চুরি করে পুরো ইউকের সবচেয়ে দামী ল ফার্ম হায়ার করে এ ধরনের কাজ তারা করছে, অভিযোগ করছে। আমাদের চুরি করা টাকায় করছে, আর এটাকে কেউ কেউ প্রমোট করছেন।