নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) চট্টগ্রাম জেলা সার্কেলের আয়োজনে চট্টগ্রাম জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (ভ‚মি অধিগ্রহণ) এ কে এম গোলাম মোর্শেদ খান।
সভায় সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজটপ্রবণ স্থানে মনিটরিং জোরদার, ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা, নসিমন ও ইজিবাইকের চলাচল নিয়ন্ত্রণ এবং মহাসড়কের উভয় পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদের মতো কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এছাড়া, আসন্ন ঈদ উপলক্ষে অতিরিক্ত ভাড়া আদায় রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. শরীফ উদ্দিন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাকিব শাহরিয়ার, বিআরটিএ’র সহকারী পরিচালক রায়হানা আক্তার উর্থী, জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ, সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি, বাস মালিক সমিতির নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সড়ক নিরাপত্তা নিশ্চিত করার আহবান জানানো হয়, যাতে যাত্রীসাধারণ নির্বিঘ্নে ও নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পারেন।