যাত্রীর ব্যাগে চার্জ লাইট, ভেতরে ১৫ কেজি স্বর্ণ

32

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর ব্যাগ থেকে ১৫ কেজি স্বর্ণ উদ্ধার করেছে বিমানবন্দর কাস্টামস। গতকাল শুক্রবার সকালে জয়নাল আবেদীন নামে শারজাহফেরত ওই যাত্রীকে আটক করা হয় বলে বিমানবন্দর কাস্টমসের উপ-কমিশনার রিয়াদুল ইসলাম জানান।
তিনি বলেন, সকাল ৯টায় এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে জয়নাল চট্টগ্রামে পৌঁছান। সন্দেহ হওয়ায় ব্যাগেজ বেল্টে তার লাগেজ তল্লাশি করা হয়। এ সময় চার্জ লাইটের ভেতরে কৌশলে লুকিয়ে আনা ১৩০টি স্বর্ণের বিস্কুট পাওয়া যায়।
উদ্ধার করা স্বর্ণের ওজন ১৫ কেজি ১৬৩ গ্রাম, যার আনুমানিক বাজার মূল্য সাড়ে ছয় কোটি টাকা বলে রিয়াদুল ইসলাম জানান। খবর বিডিনিউজের