যাত্রীবেশে শহরে অস্ত্র নিয়ে আসছিল তারা

0

বাঁশখালী প্রতিনিধি

বাঁশখালীতে দেশে তৈরি ২টি একনলা বন্ধুক ও ১টি এলজি উদ্ধার করা হয়েছে। এসব অস্ত্র বহনের অভিযোগে ২ জনকে আটক করা হয়েছে। তারা হলেন কক্সবাজারের পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়নের আমিন শরীফ মিয়ার বাড়ির ফজলুল করিম চৌধুরীর ছেলে সাখাওয়াত হোসেন এবং বাঁশখালী পৌরসভার ৫নং ওয়ার্ডের আহমদ হোসেনের ছেলে মো. ইলিয়াস।
গতকাল রবিবার সকাল সাড়ে ৬টার দিকে বাঁশখালী প্রধান সড়কের থানা কমপ্লেক্সের গেটের সামনে থেকে তাদের আটক ও অস্ত্রগুলো উদ্ধার করা হয়।
গতকাল বিকেলে বাঁশখালী থানা কম্পাউন্ডে সংবাদ সম্মেলনে অস্ত্রগুলো প্রদর্শন করা হয়। এ সময় বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) সোহানুর রহমান সোহাগ, বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম ও পুলিশ পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখার হালদার।
সংবাদ সম্মেলনে সহকারী পুলিশ সুপার সোহানুর রহমান সোহাগ জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে গতকাল রবিবার সকালে ৩টি অস্ত্রসহ দুইজনকে আটক করা হয়েছে। সিএনজি অটোরিকশার যাত্রী সেজে তারা অস্ত্রগুলো পেকুয়া থেকে বাঁশখালী হয়ে কর্ণফুলী উপজেলার মইজ্যারটেক এলাকায় নিয়ে যাচ্ছিলেন। সেখানে একজন অস্ত্রগুলো রিসিভ করার কথা ছিল। পুলিশ ওই ব্যক্তিকে খুঁজছে।
বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম জানান, বাঁশখালীর থানার এসআই জামাল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম থানার গেটের সামনে রেজিস্ট্রেশনবিহীন যাত্রীবাহী সিএনজি অটোরিকশা থেকে প্লাস্টিকের বস্তার ভিতর কাপড় মোড়ানো এসব অস্ত্র ও আসামিদের আটক করেছে।