যাকে মনোনয়ন দেওয়া হবে তার সাথে কাজ করতে হবে

17

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম থেকে ঢাকায় গিয়েছিলেন বিএনপির মনোনয়নপ্রত্যাশী নেতারা, ফিরেছেন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা নিয়ে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গতকাল রবিবার রাজধানীর গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অংশ নেন চট্টগ্রাম বিভাগের ১২০ জন মনোনয়নপ্রত্যাশী।
সভায় সভাপতিত্ব করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে বক্তব্য দেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ও আমির খসরু মাহমুদ চৌধুরী। অনলাইনে যুক্ত হয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রার্থীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ রাজনৈতিক দিকনির্দেশনা দেন।
একাধিক নেতার সাথে কথা বলে জানা গেছে, সভায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্ট নির্দেশনা দিয়েছেন, দল যাকে মনোনয়ন দেবে তার সাথে সবাইকে কাজ করতে হবে। আর যারা নিষ্ক্রিয় থাকবেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
তারেক রহমান বলেন, দল হচ্ছে মায়ের মতো। মা যেমন সন্তানদের আগলে রাখেন, তেমনি দলকেও মায়ের মতো ভালোবাসতে হবে। যিনি মনোনয়ন পাবেন, তার জন্য সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। আর যিনি মনোনয়ন পাবেন, তারও দায়িত্ব হবে দলের অন্যদের সঙ্গে নিয়ে মাঠে কাজ করা।
তিনি আরও বলেছেন, দলই আমাদের অভিভাবক। ব্যক্তিগত মতভেদ বা প্রতিযোগিতা যেন দলের ক্ষতি না করে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। দলীয় স্বার্থই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।
বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেন, সভায় আগামী নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান দিকনির্দেশনা দিয়েছেন। তিনি সবাইকে ঐক্যবদ্ধ থাকার এবং মাঠপর্যায়ে যেন কোনো বিভেদ সৃষ্টি না হয়, সে বিষয়ে সতর্ক করেছেন। চট্টগ্রাম বিভাগ থেকে মোট ১২০ জন মনোনয়নপ্রত্যাশী উপস্থিত ছিলেন।
বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মো. হেলাল উদ্দিন বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান সবাইকে আরও দায়িত্ববান ও যত্নশীল হওয়ার আহবান জানিয়েছেন। তিনি নির্দেশ দিয়েছেন, মনোনয়নপ্রত্যাশীরা যেন শুধু দলের জন্য নয়, সাধারণ মানুষের পক্ষেও কাজ করেন। অভিভাবক যেমন সন্তানকে আগলে রাখেন, তেমনি সবাই দলকে আগলে রাখবেন- এমন বার্তাই তিনি দিয়েছেন।
দক্ষিণ জেলা বিএনপির আহব্বায়ক আলহাজ মো. ইদ্রিচ মিয়া বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দল থেকে যাকে মনোনয়ন দেওয়া হবে তার সাথে সবাইকে মিলেমিশে কাজ করতে হবে। যদি কেউ কাজ না করেন, তাহলে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।
যিনি মনোনয়ন পাবেন, তিনি কোন ধরনের মিষ্টি বিতরণ ও উৎসব-আনন্দ করতে পারবেন না। আর যারা মনোনয়ন পাবেন না, মনোনীত প্রার্থীকে তাদের ঘরে ঘরে গিয়ে বুঝিয়ে নির্বাচনী মাঠে একসাথে কাজ করার জন্য অনুপ্রেরণা যোগাতে হবে।
দলীয় সূত্র জানায়, বিএনপি এবার প্রার্থী নির্ধারণে নতুন কৌশল নিয়েছে। মাঠপর্যায়ের জনপ্রিয়তা, সাংগঠনিক সক্ষমতা ও নেতৃত্বের গ্রহণযোগ্যতা বিবেচনায় কেন্দ্রীয়ভাবে ‘গ্রিন সিগনাল’ দেওয়া হবে একক প্রার্থীদের।
সভায় উপস্থিত চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির নেতা ও সন্দ্বীপ আসনের মনোনয়নপ্রত্যাশী ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বক্তব্য ছিল অত্যন্ত অনুপ্রেরণাদায়ক। তিনি বলেছেন, দলই আমাদের মা। দলকে ভালোবেসে, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। যিনি মনোনয়ন পাবেন, তার জন্য সবাই একসঙ্গে মাঠে নামতে হবে।
চট্টগ্রাম বিএনপির একাধিক নেতা মনে করেন, আজকের সভা ছিল ঐক্যের বার্তা। ভেদাভেদ ভুলে সবাই এখন মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন। নভেম্বর থেকেই বিভাগজুড়ে বিএনপির নির্বাচনী তৎপরতা আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা।