শেখ হাসিনার পদত্যাগের পর যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের মালিকানাধীন পাঁচ তারকা হোটেল ‘জাবির ইন্টারন্যাশনাল’-এ অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্দ জনতা। এতে দগ্ধ হয়ে ১৮ জন নিহত ও আহত হয়েছেন শতাধিক। গতকাল সোমবার বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে। যশোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারি পরিচালক কে এম মামুন এ তথ্য নিশ্চিত করেছেন। খবর বিডিনিউজের
জানা যায়, বিপুল সংখ্যক মানুষ শহরের নেতাজী সুভাষ বোস সড়কে জেলা আওয়ামী লীগের কার্যালয় ও তার পাশে শাহীন চাকলাদারের এই হোটেলে হামলা চালায়। এ সময় হোটেল অনেক মানুষ আটকা পড়েন। উপস্থিত মানুষ পাশের ভবন দিয়ে আটকা পড়াদের উদ্ধার করেন। উদ্ধার তৎপরতা চালায় যশোর বিমান বাহিনীর ফায়ার সার্ভিসের একটি হেলিকপ্টারও।