চট্টগ্রাম মৎস্য বন্দরের রাজস্ব আদায়ের প্রধান উৎস এবং নদীপথে মৎস্য বন্দরে প্রবেশদ্বার অকশন শেড মেরিন ফিশারীজ একাডেমির কাছে হস্তান্তরের সিদ্ধান্ত বাতিলের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা। গতকাল শনিবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সিবিএ এর সহ-সভাপতি কৌশিক আহম্মেদ। বক্তব্য রাখেন চট্টগ্রাম জোন মৎস্য বন্দর সিবিএ এর সহ-সাংগঠনিক সম্পাদক ইউসুফ নবী, প্রচার সম্পাদক সাদেকুল ইসলাম, সিবিএ’র নির্বাহী সদস্য বাহারুল ইসলাম, উজ্বল হোসেন।
মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান, যা কর্ণফুলী নদীর তীরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ঐকান্তিক প্রচেষ্টায় তৈরি করা হয়। এটি বাংলাদেশের একমাত্র অকশন শেড। এটি ফিশারীজ একাডেমিকে হস্তান্তরের বিষয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এই সিদ্ধান্ত গ্রহণ না করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছি। বিজ্ঞপ্তি