ম্যারাডোনার মৃত্যু মামলার বিচার কার্যক্রম বাতিল

1

স্পোর্টস ডেস্ক

বেশ কয়েক সপ্তাহের শুনানি ও ৪০ জনেরও বেশি সাক্ষীর জবানবন্দির পর প্রয়াত কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার চিকিৎসক দলের বিপক্ষে চলমান মামলার বিচারিক কার্যক্রম বাতিল ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার আর্জেন্টিনার আদালত এমন রায় দিয়েছেন। এর পেছনে কারণ হিসেবে রয়েছে একটি টিভি সিরিজকে কেন্দ্র করে ঘটা কেলেঙ্কারি।
এই রায়ে মামলাটি সম্পূর্ণ নতুনভাবে শুরু করতে হবে। থাকতে হবে তিনজন নতুন বিচারক। এর ফলে ডিয়েগো ম্যারাডোনার মৃত্যুতে চিকিৎসায় অবহেলার বিচারপ্রক্রিয়াটি আরও দীর্ঘায়িত হলো।
এই সপ্তাহেই বিচারক জুলিয়েতা মাকিনটাচ মামলা থেকে সরে দাঁড়াতে বাধ্য হন। কারণ হিসেবে উঠে আসে যে তিনি মামলাকে কেন্দ্র করে নির্মিত একটি তথ্যচিত্রধর্মী মিনি সিরিজ তৈরিতে জড়িত ছিলেন।
মিনি সিরিজ বানাতে কয়েক মাসব্যাপী চলমান এই বিচারকাজ ক্যামেরায় ধারণ করিয়েছিলেন তিনি। করেছেন অভিনয়ও। এটা প্রকাশিত হওয়ার পর শুরু হয় বিতর্ক।
যার ফলে মাকিনটাচের বিরুদ্ধে নৈতিকতা সম্পর্কিত আইন লঙ্ঘনের অভিযোগ ওঠে। বৃহস্পতিবার আদালতের বাইরে সাংবাদিকদের ম্যারাডোনা কন্যা জানা বলেন, ‘আমি শান্ত থাকতে পারছি না। ভীষণ রাগান্বিত। আমি ওদের ঘৃণা করি।’ ম্যারাডোনার সাবেক সঙ্গী ভেরোনিকা ওহেদা ঘটনাটিকে ‘লজ্জাজনক’ বলে উল্লেখ করেছেন। তিনি আরও বলেছেন, ‘আমাকে যদি হাজারবারও সাক্ষ্য দিতে হয়, আমি দেবো।’
বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার ম্যারাডোনা ২০২০ সালের নভেম্বরে ৬০ বছর বয়সে মস্তিষ্কে অস্ত্রোপচারের পর মারা যান। তার পর কিংবদন্তি ফুটবলারের ৭ সদস্যের চিকিৎসক দলের বিরুদ্ধে চিকিৎসায় অবহেলার অভিযোগ আনা হয়।