বেশ কিছুদিন ধরেই গুঞ্জণ ছিল ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার সিটি ছেড়ে সৌদি প্রো লিগের ক্লাবে যোগ দেবেন জোয়াও ক্যানসেলো। অবশেষে সৌদি ক্লাব আল হিলাল নিশ্চিত করেছে, তিন বছরের জন্য নেইমারদের সতীর্থ হচ্ছেন পর্তুগিজ তারকা। সূত্রের বরাত দিয়ে ইএসপিএন জানায়, ২ কোটি ১০ লাখ পাউন্ডে আল হিলালে নাম লিখিয়েছেন ৩০ বর্ষী ডিফেন্ডার। বছরে পারিশ্রমিক পাবেন দেড় কোটি পাউন্ড।