স্পোর্টস ডেস্ক
৬৯ মিনিট পর্যন্ত ১-০ গোলে পিছিয়ে ছিল লিভারপুল। এরপর তিন মিনিটের ব্যবধানে দুই গোল। এ যেন অবিশ্বাস্য ক্যামব্যাক। অবশেষে নাটকীয় ম্যাচে ব্রাইটনকে ২-১ গোলে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে অলরেডরা। শনিবার অ্যানফিল্ডে লিভারপুল গোল হজম করে ১৪ মিনিটে। ব্রাইটনের হয়ে গোল করেন ফের্দি কাদিওগলু। প্রথমার্ধে গোল শোধের কোনো সুযোগও তৈরি করতে পারেনি স্বাগতিক লিভারপুল। দ্বিতীয়ার্ধে আক্রমাণত্মক হয়ে ওঠে লিভারপুল। দারুণ সুযোগ তৈরি করে স্বাগতিকরা। বেশ কিছু গোল্ডেন চান্সও মিস করেন মোহাম্মদ সালাহ ও ভিরগিল ফন ডাইক। শেষ পর্যন্ত লিভারপুলের আক্রমণ এটে উঠতে পারেনি সফরকারী ব্রাইটন। ৬৯ মিনিটে কোডি গাকফোর গোলে প্রথমে ১-১ সমতায় ফেরে লিভারপুল। ৩ মিনিট পর সালাহর গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় আর্নেস্টের শিষ্যরা। শিরোপার দৌড়ে লিভারপুলের প্রধান দুই প্রতিযোগী আর্সেনাল ও ম্যানচেস্টার সিটি শনিবার হেরেছে। আর্সেনাল হেরেছে নিউক্যাসেলের বিপক্ষে ১-০ গোলে। আর ম্যানসিটিকে ২-১ গোলে হারিয়েছে বোর্নমাউথ। ১০ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে লিভারপুল। সমান ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে ম্যানসিটি। আর্সেনালের হারের সুযোগে ১০ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে তিনে উঠে গেছে নটিংহ্যাম ফরেস্ট। ১৮ পয়েন্ট নিয়ে চারে আছে আর্সেনাল।