স্পোর্টস ডেস্ক
দুঃস্বপ্নের মৌসুম শেষে নতুন করে দল সাজাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড। সেই পথচলায় আক্রমণভাগের দিকে নজর দিয়েছে তারা। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মাথেউস কুইয়াকে দলে টেনেছে ইংলিশ ক্লাবটি। উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স থেকে ২৬ বছর বয়সী কুইয়াকে পাঁচ বছরের চুক্তিতে দলে যোগ করেছে ইউনাইটেড। দুই ক্লাবই রোববার নিশ্চিত করেছে তার দলবদলের বিষয়টি। রিলিজ ক্লজ মিটিয়ে কুইয়াকে দলে নিয়েছে ইউনাইটেড। সেই অঙ্কটি ৬ কোটি ২৫ লাখ পাউন্ডের আশেপাশে। চুক্তিতে মেয়াদ এক বছর বাড়ানোর সুযোগ রাখা হয়েছে।
আতলেতিকো মাদ্রিদ থেকে প্রথমে ধারে উলভারহ্যাম্পটনে যান কুইয়া। পরে ২০২৩ সালে তাকে পাকাপাকিভাবে দলে টানে ইংলিশ ক্লাবটি। সব প্রতিযোগিতা মিলিয়ে দলটির হয়ে ৯২ ম্যাচ খেলে ৩৩ গোল করেন তিনি। নামের পাশে অ্যাসিস্ট ১৫টি।
প্রিমিয়ার লিগে নিজেদের ইতিহাসের সবচেয়ে বাজে সময় কাটিয়ে পঞ্চদশ অবস্থানে থেকে ২০২৪-২৫ মৌসুম শেষ করে ইউনাইটেড। সামনের মৌসুমে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে দলে শক্তি বাড়াচ্ছে তারা। শ্রীষ্মের প্রথম খেলোয়াড় হিসেবে কুইয়াকে দলে টেনেছে ইউনাইটেড। মেডিকেলের কাজ শেষ করতে সপ্তাহান্তে ম্যানচেস্টারে ছিলেন তিনি। চুক্তির কাজ পুরোপুরি শেষ হবে কুইয়ার ভিসা অনুমোদন ও নিবন্ধনের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর।