তামিম ইকবালের অসুস্থতার রেশ কাটতে না কাটতেই এবার ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) মাঠে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়লেন আম্পায়ার গাজী সোহেল। গতকাল বিকেএসপিতে মোহামেডান স্পোর্টিং ক্লাব ও অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের মধ্যকার ম্যাচে দায়িত্ব পালনের সময় হঠাৎ শরীরে অস্বস্তি অনুভব করেন তিনি। মাঠ ছাড়ার পরপরই তাকে বিকেএসপির মেডিক্যালে নেওয়া হয়। আম্পায়ার্স কমিটির একজন সদস্য জানান, “গাজী সোহেলের রক্তচাপ পরীক্ষা করা হলে তা স্বাভাবিক ছিল, তবে তার হৃদস্পন্দন ছিল বেশ দ্রুত। তাই সতর্কতা হিসেবে তাকে চিকিৎসকের পরামর্শে বিশ্রামে রাখা হয়েছে।” মাঠে গাজী সোহেলের পরিবর্তে রিজার্ভ আম্পায়ার শফিকউল্লাহ আহমেদ দায়িত্ব পালন করছেন। ডিপিএলের মতো প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে পরপর এ ধরনের ঘটনা ক্রিকেট সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ বাড়াচ্ছে।