উখিয়ায় এক রোহিঙ্গা অপর রোহিঙ্গাকে ছুরিকাঘাতের পর জবাই করে হত্যা করেছে। গতকাল সোমবার সকালে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। স্থানীয় রোহিঙ্গারা ঘাতককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।
স্থানীয় রোহিঙ্গা ও পুলিশ সূত্র জানায়, সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে কুতুপালং মেগা ক্যাম্পের ১নং ইস্ট ক্যাম্পের ২নং ত্রাণ কেন্দ্রের সামনে এ খুনের ঘটনা ঘটে।
রোহিঙ্গা নেতা মো নুর জানান, তারা উভয়ে উক্ত ক্যাম্পের সি-ব্লকের আশ্রিত নতুন রোহিঙ্গা। সকালে উভয়ে ঐ স্থানে কথা বলছিল। এক পর্যায়ে আলী জোহারের ছেলে মৌলভি মো. ইউনুসকে (২৫) প্রথমে পেটে ছুরি মেরে মাটিতে ফেলে দেয় নাজির হোসেনের ছেলে মৌলভি মো. ফয়সাল (৩০)। মাটিতে পড়ে গেলে হাতে থাকা ধারালো ছুরি দিয়ে ইউনুসকে জবাই করে দেয় ফয়সাল। এসময় প্বার্শবর্তী লোকজন এগিয়ে এসে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। এসময় কর্তব্যরত চিকিৎসক ইউনুসকে মৃত ঘোষণা করেন। প্রতিবেশী রোহিঙ্গারা মৌলভী ফয়সালকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
এ ব্যাপার উখিয়া থানায় হত্যা মামলা দায়ের ও লাশ ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানান ওসি আবুল মনসুর।
এ ঘটনার কারণ সম্পর্কে পুলিশ কিছু না জানালেও নারী সংক্রান্ত বিষয়ে এ ঘটনা ঘটেছে বলে জানান প্রতিবেশী রোহিঙ্গারা।