মোহাম্মদ হারুনের পিএইচডি অর্জন

1

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের গবেষক মোহাম্মদ হারুন উক্ত বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ নুরুল আমিনের তত্ত্বাবধানে আলাউদ্দিন আল আজাদের সাহিত্যে নিম্মবর্গ’ বিষয়ে গবেষণা করে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫৫০তম সিন্ডিকেট সভা তার এ ডিগ্রি অনুমোদন করেন। তাঁর পরীক্ষা কমিটির আহব্বায়ক ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. শহীদ ইকবাল এবং বহিস্থ সদস্য ছিলেন উক্ত বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের অধ্যাপক ড. মোস্তফা তারিকুল আহসান। তাঁকে যুগ্ম তত্ত্বাবধায়ক হিসাবে সহযোগিতা করেছেন বিভাগের সভাপতি অধ্যাপক ড. তাসলিমা বেগম। হারুন ইতঃপূর্বে চট্টগ্রাম কলেজ থেকে কৃতিত্বের সাথে এইচএসসি এবং ভারতের রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে বিএ অনার্স ও এমএ ডিগ্রি অর্জন করেন। তিনি বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা গ্রামের মোনাফ সিকদার বাড়িতে জন্মগ্রহণ করেন।
তাঁর পিতা নাম মির আহমদ সিকদার মাতার নাম হাফেজা বেগম।
তিনি বর্তমানে পশ্চিম বাঁশখালী গন্ডামারা রহমানিয়া ফাজিল মাদ্রাসায় সহকারী অধ্যাপক পদে কর্মরত আছেন। বিজ্ঞপ্তি