আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মহসিন (রহ.) এর চেহলাম উপলক্ষে আয়োজিত স্মরণসভায় বক্তারা বলেন, আনজুমান জামেয়া ও সিলসিলার কার্যক্রম প্রচার ও প্রসারে আনজুমান ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মহসিন (রহ.)’র অবদান ছিল অবিস্মরণীয়। দরবারে আলিয়া কাদেরিয়া সিরিকোট’র মশায়েখদের কাছে ছিলেন পরমাত্মীয়ের মত। পীর মুর্শিদের ও দরবারের প্রতি মুহব্বত ও ভালোবাসা ছিল অতুলনীয়। বহু গুণে গুণান্বিত মোহাম্মদ মহসিন হযরাতে কেরামের সন্তুষ্টি অর্জন করে মহান আল্লাহর মেহমান হয়ে জান্নাতে চলে গিয়েছেন। জীবনের শুরু থেকে শেষ অধ্যায় পর্যন্ত আল্লাহ ও রসূলের সন্তুষ্টি অর্জনেই নিবেদিত ছিলেন তিনি।
১ নভেম্বর নগরের বলুয়ারদিঘি পাড়স্থ খানকাহ-এ কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়ায় অনুষ্ঠিত স্মরণসভা, মিলাদ ও দোয়া মাহফিল বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন। পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মিজানুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভা মিরাকুদ দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন আনজুমান ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মনজুর আলম (মনজু), প্রধান আলোচক ছিলেন সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন, অতিথির বক্তব্য দেন এডিশনাল সেক্রেটারি মোহাম্মদ সামশুদ্দিন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এস.এম গিয়াস উদ্দিন (শাকের), ফাইন্যান্স সেক্রেটারি মোহাম্মদ কমর উদ্দিন (সবুর), প্রেস এন্ড পাবলিকেশন সেক্রেটারি এবং মরহুম মোহাম্মদ মহসিন’র পুত্র মোহাম্মদ গোলাম মহিউদ্দিন, ঢাকা আনজুমানের জয়েন্ট সেক্রেটারি আব্দুল মালেক বুলবুল, জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার চেয়ারম্যান আবুল মহসিন মো. ইয়াহিয়া খান, আনজুমান সদস্য নুরুল আমিন, মো. হোসেন খোকন, স্বাগত বক্তব্য দেন আনজুমান ট্রাস্টের মুখপাত্র এড. মোছাহেব উদ্দিন বখতিয়ার, মরহুমের আত্মীয়বর্গ। চেহলাম উপলক্ষে আনজুমান, মরহুমের পরিবার ও আলহাজ্ব নুর মোহাম্মদ আলকাদেরী (রহ) স্মৃতি সংসদের পক্ষ থেকে ব্যাপক কর্মসূচি পালন করা হয়। আলোচনা শেষে মিলাদ-কিয়াম, মোনাজাত ও তাবারুক বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি