মোহাম্মদ নগর প্রত্যয়ী সংঘের কৃতি সংবর্ধনা

38

পটিয়ার মোহাম্মদ নগর প্রত্যয়ী সংঘের উদ্যোগে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও কৃতি ছাত্রছাত্রী সংবর্ধনা স্থানীয় চাপড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক আহব্বায়ক মো. ফারুক বলেন, আধুনিক প্রতিযোগিতামূলক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে জ্ঞাননির্ভর সমাজ গড়ে তোলার কোন বিকল্প নেই। এজন্য অভিভাবক, সমাজ সংগঠক ও শিক্ষকদের অত্যন্ত সচেতনতার সাথে দায়িত্ব নিয়ে আজকের শিশুদের গড়ে তুলতে হবে। তাদের জ্ঞান অর্জনের রাস্তাকে অবারিত করতে হবে, উৎসাহিত করতে হবে। শিশুদের বেড়ে ওঠা যাতে সৃজনশীল ও সুন্দরের মধ্য দিয়ে হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। গতিশীল বিশ্বায়নের যুগে টিকতে হলে শিখতে হবে, জানতে হবে। যে জাতি বেশি জানে, যাদের তথ্য ভান্ডার বেশি সমৃদ্ধ, তারাই অধিক শক্তিশালী, তারাই বিশ্বে এগিয়ে থাকবে।
সভায় বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মো. সোলাইমান, সাবেক ছাত্রনেতা মো. আরিফ, কোলাগাঁও ইউনিয়ন যুবলীগ সভাপতি মো. মাহবুবুর রহমান চৌধুরী, রাকিবুল হাসান। সংগঠনের সভাপতি সালাহউদ্দিন মো. এমরানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিফাত হোসেন রবিনের সঞ্চালনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মো. সাজ্জাদ, জামাল উদ্দিন, আজিজুল করিম, আমিনুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি